কামাল চৌধুরী: গৃহবন্দি কবিতা

কামাল চৌধুরীকামাল চৌধুরী
Published : 7 May 2020, 07:33 AM
Updated : 7 May 2020, 07:33 AM


এখন খোলা আকাশের নিচে ফাঁকা ধূলিকণা
তুমি পরিমাপ করো শূন্যতা
হাওয়ার কাঁপন থেকে দূরে যেতে যেতে প্রতিটি গলির মোড়ে,
সড়কে রাস্তায়, তোমাকে খুঁজছে যারা
তারা অকারণ যতিচিহ্ন,তারা রুদ্ধধ্বনি

চড়াগলায় যে ভাষণ দিচ্ছে সে নিঃসঙ্গতা
তুমি চিৎকার করো, কেউ শুনতে পাবে না
অলীক দূরত্বে গৃহবন্দিকালের উৎসবে
তোমাকে খুঁজছে অচেনা অসুখের ভয়, মাস্কের মুখোশ
অ্যাম্বুলেন্সের গন্ধে সতর্ক স্বজন!
০২.
মহামারীকাল শেষে তোমাকে খুঁজবো আমি
আতঙ্কসময় শেষে তোমাকে খুঁজবো আমি
অন্তরিন বাতায়ন খুলে তোমাকে খুঁজবো আমি
রোদ উঠলে বলবো, চলো হেঁটে আসি
ফুটপাতে দাঁড়িয়ে চা খেতে খেতে ঝুলে যাওয়া বিকেলের রোদে
বইপাড়া থেকে হেসে উঠবে পরিচিত গ্রন্থরাজি
কবিতা, দর্শন, সম্পর্ক ও ভবিতব্যের বিতর্ক শেষে
হেসে উঠবে অতৃপ্ত পাঠক

গোধূলি দেখবে আমরা আছি
নশ্বরতা আছে, জীবনের গানও আছে।

৯-১৬ মার্চ ২০২০