উন্নয়নের ভোগান্তি

জহিরুল ইসলাম রাসেল
Published : 26 Jan 2016, 04:20 AM
Updated : 26 Jan 2016, 04:20 AM

রাজধানী জুড়ে প্রায় সবখানেই চোখে পড়ে সড়কের সংস্কার কাজ। খোঁড়াখুঁড়ি চলছে, চলবে। কখনো ভাঙা রাস্তা মেরামত কখনো রাস্তার গর্ত আবার কখনো ড্রেনেজ লাইনের জন্য ওয়াসা খুঁড়ছে। একই রাস্তা বার বার খোড়াঁ হচ্ছে। খোড়াঁ হচ্ছে উন্নয়নের জন্য, আমাদের ভালোর জন্য। কিন্তু কিছু অপরিকল্পিত কাজ আর কিছু সমন্ময়হীনতান জন্য এই উন্নয়ন পরিণত হচ্ছে আমাদের দূর্ভোগে। আর তার অন্যতম কারণ হল সংস্কার কাজের ধীর গতি, নিম্ণ মানের স্বল্প উপকরণ, রাস্তাজুড়ে অপরিকল্পিতভাবে ছড়িয়ে রাখা নির্মাণ সামগ্রী। এতে সড়কগুলো ধূলিময় হয়ে যায় এবং বর্ষায় কর্দমাক্ত ডোবায় পরিনত হয়ে অবর্ণনীয় জনদূর্ভোগের সৃষ্টি হয়।

ড্রেনের ময়লা তুলে রাস্তার পাশে ফেলে রাখা হয়, সিটি করপোরেশনের ময়লার গাড়ী সহ ময়লার স্তূপ রাখা হয় দিনের পর দিন রাস্তার পাশে। এতে দুর্গন্ধে রাস্তা দিয়ে হাটাও মুশকিল হয়ে পড়ে। এসবের প্রভাব পড়ে যান চলাচলে যার ফলশ্রুতিতে আমারা ভোগান্তির শিকার হই চিরচেনা সেই যানজটের।