‘তালগাছ’ নজরুলের না রবীন্দ্রনাথের?

জহিরুল ইসলাম রাসেল
Published : 20 May 2016, 06:20 AM
Updated : 20 May 2016, 06:20 AM

একটা চিঠি দেখলাম। আমার মনে হয় চিঠিতে একটা ভুল আছে। আবার মনে হচ্ছে, সেই কবে ছোটবেলায় পড়েছিলাম এখনও কি অতটা মনে আছে? আমিই মনে হয় ভুলের মধ্যে আছি! চিঠির আংশিক হলেও তুলে ধরতে সক্ষম হলাম আপনাদের জন্য। আপনারাও দেখুন আসলেই কি ওখানে কোন ভুল আছে? যা বলেছিলাম, সেই কবে ছোট বেলায় পড়েছিলাম "তালগাছ" কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

নজরুল জন্ম উৎসব উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা (গোপনীয় শাখা) কর্তৃক প্রদত্ত এই চিঠিতে দেখলাম আবৃত্তি প্রতিযোগিতা- খ বিভাগঃ ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি (কাজী নজরুল ইসলামের "তালগাছ" কবিতা)। আর এটাই মনে হয় সত্য আমিও ভুল বলছিনা আর আপনারাও ভুল নয়।

তাহলে, জেলা প্রশাসকের কার্যালয়ের মত একটা অফিস থেকে ইস্যুকৃত একটা চিঠিতে এরকম ভুল ! আরো প্রশ্ন জাগে "তালগাছ" নজরুলের না রবীন্দ্রনাথের?