আমাদের অক্সিজেনের ব্যবস্থা আমরাই করবো

রাকিব সামছ
Published : 5 June 2015, 05:55 PM
Updated : 5 June 2015, 05:55 PM

আজ বিশ্ব পরিবেশ দিবসের প্রতিজ্ঞা, আমরা আমাদের অক্সিজেনের ব্যবস্থা নিজেরাই করবো। আমরা সরকার কিংবা প্রশাসনের উপর আর নির্ভর করতে চাই না। আর উন্নত বিশ্বের আশায় থাকলে, আমাদের পরবর্তী প্রজন্ম নিঃশ্বাস নেয়া ছাড়াই বেচে থাকতে হবে। আজকের পত্রিকার খবরে যে ভয়ংকর বার্তা ছিলো তাহলো,  ঢাকার সাথে গ্রামের তাপমাত্রার পার্থক্য ৮ ডিগ্রি আর সন্ধ্যার পরে ঢাকায় বাড়ীর ভেতরের আর বাহিরের তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রি!!!  এই ভীষন খারাপ খবরের পরেও আমরা চোখ বুঝে নিশ্চিন্তে বাস করার চেষ্টা করেই যাব??

আমাদের বাসার ছাদে জনপ্রতি একটা করেও গাছ লাগাই আর তার যত্ন নেই, তবে অন্তত কোটি খানিক গাছ লাগানো হবে। এতে করে অন্তত আমরা আমাদের নিজেদের অক্সিজেন এর ব্যবস্থা কিছুটা হলেও নিজেরাই করতে পারবো। আমাদের প্রিয় শহর ঢাকা এরই মধ্যে কংক্রিট এর শহর বলে পরিচিতি পেয়েছে। এই ঢাকাকে বাসযোগ্য করতে হলে সরকার কিংবা কর্পোরেশন এর উপর নির্ভর না করে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। আমরাই পারি নিজেদের ছাদে অথবা ছোট বারান্দার এক কোনে একটা দুটো টবে গাছ লাগিয়ে ঘরের পরিবেশে পরিবর্তন আনার পাশাপাশি অক্সিজেন এর পরিমান ও বাড়াতে পারি। এছাড়াও আমরা পরিবেশ বান্ধব লাইট, এসি, রেফ্রিজারেটর সহ অন্যান্য ইলেকট্রনিক আইটেম ব্যবহার করে বিদ্যুতের ব্যবহার কমাতে পারি সাথে পরিবেশ রক্ষায় সহায়তা করতে পারি। আমরা পরিবেশবান্ধব বাথরুম ফিটিংস, রান্নার জিনিস, পরিবেশ বান্ধব কাগজ, কাপড় ব্যবহার করতেই পারি। আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কাজগুলোকে একটু এদিক ওদিক করে করতে পারি অনেক কিছুই। শুধু প্রয়োজন একটু ইচ্ছা আর সাথে একটু চেষ্টা। আজকে থেকে আমাদের স্লোগান হোক, "আমাদের অক্সিজেন এর ব্যবস্থা আমরাই করবো"।