কাদা মাখানো বন্ধ হোক

রাশেদুজ্জামান জামান
Published : 23 August 2017, 10:05 AM
Updated : 23 August 2017, 10:05 AM

আইন,বিচার ও নির্বাহী বিভাগ রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের কোন একটির অনুপস্থিতিতে অন্যগুলো অস্তিত্বহীন। সুতরাং এদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা কতটা জরুরি তা সহজেই অনুমেয়। দুঃখজনক হলেও সত্য যে ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে যা হচ্ছে তা অকল্পনীয়। সংবিধানের কোন সংশোধনী অবৈধ ঘোষণা করার ক্ষমতা আমাদের সংবিধান বিচার বিভাগকে দিয়েছে। এই রায়ের কোন বিষয়ে আপত্তি থাকলে সরকার তথা নির্বাহী বিভাগ আপিল করতে পারে। বা নিয়ম অনুযায়ী অন্য কোন ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে তাও করতে পারে। তা না করে আমাদের মন্ত্রীরা যেভাবে মিডিয়াতে বক্তব্য রাখছে তা অভূতপূর্ব । অন্যদিকে বিএনপি রায় না পড়ে বা ভালমন্দ যাচাই না করেই বগল বাজানো শুরু করছে। বোধকরি, বিএনপির এতোটা খুশি হওয়ার কারণ হলো, এই রায়ে ক্ষমতাসীন দল খুশি হয়নি। রেওয়াজ অনুযায়ী বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিবে আবার আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এটাই স্বাভাবিক বৈকি। পূর্বে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের প্রয়োজনে একমত হলেও আর কখনো ঐক্য গড়ে তুলতে পারবে বলে মনে হয়না।

যাই হোক , যে কথাগুলো অতিরঞ্জিত তা মাননীয় প্রধান বিচারপতির এড়িয়ে যাওয়াই উচিত। এই তিন বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখা অতি জরুরি। তা না হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাবে। আর রাষ্ট্রে অপশক্তি ভর করবে।