চিন্তা ভাবনা ও মানসিকতার পরিবর্তন না হলে দেশ পরিবর্তন সম্ভব নহে

দেওয়ান কামরুল হাসান রথি
Published : 4 April 2014, 04:15 PM
Updated : 4 April 2014, 04:15 PM

একটা ছোট গল্প দিয়ে শুরু করি, এক লোকের বাসার সামনের রাস্তায় অনেক দিন থেকে ময়লা জমেছিলো। আশেপাশে আরো অনেক বাসা আছে কিন্তু এই দায়িত্বটুকু কেইবা নিবে। অগত্যা বাধ্য হয়ে এলাকার এক বাড়ীওয়ালা শামশুর সাহেব নিজ কাঁধে দায়িত্ব তুলে নিলেন। তিনি তার নিজ পকেটের পয়সা খরচ করে রাস্তা পরিষ্কার করলেন। এবং অনেক দিনের ভোগান্তি থেকে বাচলো রাস্তার আশেপাশের বাড়ির মালিকগন।

এটা এক সাধারণ ঘটনা। কিন্তু আশেপাশের লোকদের কমেন্ট শুনুন।

প্রথম বাড়ীওয়ালা – উনি কি এবার নির্বাচন করবেন নাকি। না মানুষ রে দেখাইতেছেন। যতসব ন্যাকামি।

দ্বিতীয় বাড়ীওয়ালা – সারাজীবন সরকারী চাকরী কইরা ঘুষ খাইছে এখন টাকা হালাল করছে।

তৃতীয় বাড়ীওয়ালা – উনারে এই কাম করতে কইছে কে? আমাদের কাছে টাকা চাইলে দিমু না। আমরা কি তারে এই কাজ করতে বলছি।

চতুর্থ বাড়ীওয়ালা – শামশুর সাহবে লোকটা ভালো কাজ করেছে।আসলে আমাদের এই রাস্তার সব বাড়ীওয়ালা যদি এক সাথে উদ্যোগ নিতাম তাহলে আরো আগে কাজটা হয়ে যেত। আমি শামশুর সাহেবের সাথে কথা বলবো তার যা খরচ হয়েছে আমিও আমার ভাগেরটা দিয়ে দিবো।

এক সমাজে বাস করি , এক দেশের লোক আমরা। কিন্তু মন মানসিকতা কত ভিন্ন রকমের। এর জন্য আমাদের নিজেদেরকে বদলাতে হবে না হলে আমাদের দ্বারা দেশ পরিবর্তন সম্ভব নহে।