মুহিতের এভারেষ্ট বিজয় দাবী করার ছবিতে আলো-ছায়ার আরো কিছু সমস্যা

রাতুলবিডি
Published : 15 Nov 2012, 07:23 PM
Updated : 15 Nov 2012, 07:23 PM

একই ছবি সবগুলো। প্রথমটি মুহিতের দেওয়া, বাকিগুলো আমাদের বিশ্লেষণ ।

মুহিতের গায়ে আলো পড়ছে প্রায় পিছন দিক থেকে, ডান পাশ ঘেসে । তাই মুহিতের সামনের দিক প্রায় পুরোটাই অন্ধকার । সকাল ৭:৩০ মিনিটে আলোও পড়ছে বেশ তীর্যক ভাবে। হিসাব মত প্রায় ৩০ ডিগ্রী কোণে ।

সেক্ষেত্রে ( 2nd image) লাল রং করা ক্ষেত্রগুলোতে আলো আশার কথা নয়! অন্তত সবগুলোতে একই সময় এভাবে আলো আশা কি সম্ভব?

আবার দেখুন মুহিতের চারপাশে পাঁচজন মানুষ (3rd image), একজনের চেহারাও আসেনি! লাল বৃত্ত করে দেখন হয়েছে মাথা/চেহারার স্থানগুলি।

এভাবে ঢেকে দেওয়া/মুছে দেওয়া চেহারা আশে পাশে থাকলে অনেকেই প্রশ্ন করতে পারে, ছবিগুলো কি ফটোশপের কাজ? এডিট করা?