তাজিংডং বাংলাদেশের উঁচু দশটি পাহাড়ের মাঝেও নেই!

রাতুলবিডি
Published : 8 Dec 2012, 02:37 PM
Updated : 8 Dec 2012, 02:37 PM

আজকের আলোচনা তথাকথিত সরকারি সর্বোচ্চ তাজিংডং নিয়ে : তাজিংডং এর উচ্চতা ৮৭১ মিটার, ঠেলে ঠুলে ২৮৫৬ ফুট হবে!
সুত্র : http://en.wikipedia.org/wiki/List_of_mountains_of_Bangladesh

আর বাংলাদেশের সর্বোচ্চ তিনটি চুড়া :
মদকতুং/সাকাহাফং ৩৪৮০ ফুট (১০৬২ মিটার ),কোন কোন সুত্রে ৩৪৫৪ ফুট।

দ্বিতীয় জত্লং ৩৩৪৮ ফুট ( ১০২১ মিটার)

তৃতীয় দুমলং ৩৩০৬ ফুট (১০০৮ মিটার )

এছাড়া ৩০০০ ফুটের পাহাড় আছে :

সিপ্পি ৩০১৬ফুট ( ৯১৯ মিটার )
কপিতাল ৩০৮৩ ফুট (৯৪০ মিটার)
তিনমুখ পিক ৩১০০ফুট (৯৪৫ মিটার )
থাইক্যাং ও তিনদলতে পাড়ার পুব দিকের একটি পাহাড় লম্বক্র রেন্জে ৩০৬৭ ফুট।

আর এ চারটি ছাড়াও ৯০০ মিটার পিক আছে, যেগুলো ৩০০০ ফুট না

ক্রিসতুং ৯০৮মিটার
ফনথুসিপ/নাগ পাহাড়
থানচি যাবার পথে মেরুয়া পাড়ার কাছের পাহাড় ( পশ্চিম দিকে)

আর এ বিষয়ে খুব নির্ভরযোগ্য তথ্য পাবেন :http://www.banglatrek.org/ তে
এই লেখার অনেক তথ্য -ই উপরের সাইট থেকে নেওয়া ।

এতসব পাহাড় বাদ দিয়ে তাজিংডংকে সবচেয়ে উচু বলার রহস্যটা কি ????