এখন খেলাধূলা মাঠে হয়না হয় কম্পিউটারের স্ক্রিনে!

রায়ান
Published : 29 July 2012, 06:45 PM
Updated : 29 July 2012, 06:45 PM

বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল যুগ।এই যুগের গুণকীর্তন করতে বসলে দিন শেষ হয়ে রাত হবে আবার রাত শেষ হয়ে দিন আসবে কিন্তু কীর্ত্তন শেষ হবেনা। যাহোক আসল কথায় আসি; সাম্প্রতিক সময়ে বাচ্চাদের জন্য খেলার মাঠের অভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর কারন বৈষয়িক তাতে কোন সন্দেহ নাই।ভূমি খেকো একদল মানুষের লোভের নির্মম বলি হচ্ছে শহরের খেলার মাঠ গুলো। সুন্দর মনোরম অট্টালিকা তৈরী হচ্ছে, বিত্তবানরা সন্তান সন্ততি নিয়ে শান্তির আশায় সেখানে বসবাস শুরু করছেন। তারা ভুলতে বসেছেন শরীর, মন সুস্থ্য রাখতে চিত্তবিনোদন দরকার। মাঠে গিয়ে খেলাধূলা করলে শরীর মন যেমন ভাল থাকে তেমনি বাচ্চারা সামাজিক আচরন শিখতে থাকে।যেহেতু মাঠগুলো দখল হয়ে যাচ্ছে সেহেতু তারা মাঠের পরিবর্তে ঝুঁকে পড়ছে ভার্চুয়াল খেলাধুলার প্রতি।কম্পিউটারের স্ক্রিন তাদের মাঠ, খেলাধুলা চলছে হরদম!কিন্তু শরীর ও মনের উন্নতি হচ্ছে না।বরং মনোবৈকল্য ঘটছে প্রতিনিয়ত। গলা ফাটিয়ে বলতে ইচ্ছা হয় "ফিরিয়ে দাও সে অরণ্য লও এ নগর"।