ঢাকামুখী মানুষের স্রোত আমাদের জন্য কতটা সুখবর বয়ে আনবে?

লুৎফর রায়হান
Published : 2 April 2011, 02:48 PM
Updated : 2 April 2011, 02:48 PM

ঢাকা বাংলাদেশের প্রাণ। রাজধানী ঢাকাকে ঘিরে বাংলাদেশের যাবতীয় কাজকর্ম সম্পাদিত হয়। রাজনৈতিক, অথনৈতিক, সাংস্কৃতিক সবধরণের কাজকর্মের কেন্দ্রবিন্দু এই ঢাকা -সংক্ষিপ্ত কথায় বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য ঢাকাকে নিরাপদ রাখা অত্যন্ত জরুরী। কিন্তু দিনে-দিনে ঢাকা দেশের অর্থনৈতিক চালিকাশক্তির একমাত্র ভরসা হওয়ায় নানা সমস্যায় পড়ছে আমাদের প্রিয় ঢাকা শহর । একটা পরিসংখ্যান থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যায় ৷ বাংলাদেশের মোট জনসংখ্যা 162,221,000 কোটি ৷যার মধ্যে জন লোকের বাস রাজধানী ঢাকা শহরে ৷বিশ্বের জনসংখ্যার দিক থেকে বৃহৎ শহরগুলোর মধ্যে সপ্তম এছাড়া প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে পরিসংখ্যানের তালিকা ৷ ভূমিকম্পের দিক থেকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূণ হওয়ায় জনসংখ্যার বাড়তি চাপ রাজধানীর জন্য কতটা হুমকির তা সহজেই অনুমেয় ৷ জাপানের ১১ তারিখের ভূমিকম্প আমাদের জন্য অভিজ্ঞতার হতে পারে ৷