প্রযুক্তি ও আমাদের চিন্তাধারা

রায়হান তানজীম
Published : 16 Feb 2015, 03:48 PM
Updated : 16 Feb 2015, 03:48 PM

প্রযুক্তির এই যুগে আমাদের চিন্তাধার আলাপচারিতা সব প্রযুক্তিকে ঘিরে, আজকাল বাসে, চায়ের দোকানে সব খানেই ফেসবুক,টুইটার , গুগল , স্কাইপি নিয়ে কথা বার্তা চলে , লেখকদের লেখা কবিদের কবিতা সব ই প্রযুক্তি নির্ভর , সাইন্স ফিকশন , গোয়েন্দা কাহিনী। এখন আর জসীমুদ্দিনের , জীবনানন্দের মত গ্রাম ভিত্তিক লেখা লোকে কম পড়তে চায় মানে ইয়ং জেনারেশন কম চায়, মানুষ বড় কিছু খুব একটা ধৈয্য ধরে পড়তেও চায় না,আস্তে আস্তে সব কিছু কেমন সংক্ষিপ্ত হয়ে আসছে। তবুক কিছু মানুষ আছেন যারা এখনও গ্রাম নিয়ে ভাবেন গ্রাম নিয়ে লেখেন কল্পনা করেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, আর প্রযুক্তি যে খারাপ ব্যাপার টা কিন্তু তেমন নয় তবে আমাদের অতীত কে ভুললে চলবে না ।

ফটোগ্রাফি – রায়হান তানজীম​