মানবতা ও আমাদের ভদ্রবেশী চেহারা

রায়হান তানজীম
Published : 20 Feb 2015, 10:10 AM
Updated : 20 Feb 2015, 10:10 AM

এইত আধা ঘন্টা পূর্বে একটা আস্যাইনমেন্ট করছিলাম, হঠাৎ পেটের ভিতর তীব্র ক্ষুধা অনুভব করায় সা্রা ঘর ও রান্না ঘর তন্ন তন্ন করে খুজে শেষ মেষ যখন খাবার মত কিছু পেলাম না তখন বাধ্য হয়ে নিচে নামলাম খাবার উদ্ধেশ্যে , তো নিচে গিয়ে চায়ের ওর্ডার দিয়ে একটা কেক নিয়ে খাচ্ছি ইতিমধ্যে এক ভদ্র গোছের একজন মানুষ (৬৫+) মাথায় টুপি মুখে দাঁড়ি এসে দোকানে দোকানে পানি সাপ্লায় দেওয়া ছেলেটাকে (২৫+) জিজ্ঞেস করল এই ঐ পানির ভ্যানটা কি তোমার ?? তো ও বল্ল জি চাচা আমার, তখনি চাচা একদম রেগে মেগে গিয়ে , এই তুই আমার বাড়ির গেটের সামনে ভ্যান রাখিস কোন সাহসে?? ও বলল চাচা ভুল হয়ে গেছে আমি আসলে জায়গা পাচ্ছিলাম না ( ভ্যান রাখার পরেও অনেকখানি পথ ফাঁকা ছিল ) , চাচা বলল তোর সাহস হয় কেমনে ভ্যান রাখার ভুল কিভাবে করিস এমন অনেক কিছু বলে ছেলেটাকে গালাগাল করল , ছেলেটা অবশ্য নিরবে দাঁড়িয়ে সব শুনল কারন ওর করার বা বলার কিছু ছিলনা কারন ও গরিব আর চাচা পাচ তলা ফ্লাটের মালিক, তো আমি চা খেয়ে চলে আসার সবয় এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে নিজের গলি হারিয়ে অন্য গলিতে ঢুকে পড়েছিলাম খেয়াল ও করিনি।

ছবি- কাল্পনিক