ফেসবুক বনাম বাস্তবতা

রায়হান তানজীম
Published : 23 Feb 2015, 08:25 AM
Updated : 23 Feb 2015, 08:25 AM

আমরা ফেসবুকে আমাদের নিজেদেরকে যেমন ভালমানুষ রুপে উপস্থাপন করি তেমন ভাবে যদি আমরা বাস্তব জীবনেও এমন ভাল মানুষ হতে পারতাম তবেই সেটা সার্থক হত।

আমরা কিছু কিছু মানুষ ফেইবুকে এমন নাম (প্রফাইল নেম) ব্যাবহার করি যার সাথে বিন্দুমাত্রও বাস্তবের কোন সামাঞ্জস্যতা নেই, যার ফলে প্রতিনিয়ত আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি।

আমরা অনেকেই ফেসবুকে নিজেকে বিত্তশালী ও আলট্রা মর্ডান হিসাবে প্রকাশ করতে অনেক আনন্দ পাই অথছ বাস্তবের সাথে তার মিল খুজে পাওয়া বড়ই দুস্কর।

সর্বোপরি ফেসবুক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম হওয়া সত্তেও কিছু মানুষ অশ্লীলতা কে আপন করে নিয়েছে, যেটা পরিহার একান্ত কাম্য।