বসন্ত ও আমাদের সার্বিক অনুভূতি

রায়হান তানজীম
Published : 1 March 2015, 08:52 AM
Updated : 1 March 2015, 08:52 AM

এসেছে ফাগুন প্রকৃতি যেন তার পুর্বের রুপ কিছুটা হলেও মুছে ফেলে আবার নতুন রুপে সাজার প্রস্তুতি নিচ্ছে , চারিদিকে আমের মুকুল ,পাতাঝরা গাছ , মৃদু বাতাস , নাতিশীতোষ্ণ আবহাওয়া যেন এক অন্যরকম অনুভুতি , এক কথায় যাকে বলা যায় মন ভালো হয়ে যাওয়ার মত পরিবেশ। এই ফাগুনি কত কবির কবিতা লেখার সম্বল , কত যুগলের অভিসারের সস্তি , কত আশাহীনের আশার তৃপ্তি। আমাদের মত শান্তিপ্রিয় জাতির কাছে অবশ্য বসন্ত এক পরম উপহার, শীতের তীব্র অত্যাচার ভোগের পর গাছগুলো যেমন নতুন করে আবার বাঁচতে শেখে, তেমন আমাদের জীবনটাও নানা ঘাত প্রতিঘাতে ভরা হলেও হাল ছেড়ে দিলে চলবে না, বরং নতুন করে আবার বাঁচতে শিখতে হবে।