উপকারী ও অকৃতজ্ঞ

রায়হান তানজীম
Published : 7 March 2015, 06:29 PM
Updated : 7 March 2015, 06:29 PM

অধিকাংশ মানুষেরই চিন্তাধারা থাকে পরোপকার করার সেটা বিভিন্নরকম হতে পারে, নানা জনে নানা ভাবে তাকে সংজ্ঞায়িতও করে থাকে, কেউ বা স্বজনপ্রীতি কেউ বা পরোপকার কেউবা দয়া বিভিন্ন জন বিভিন্ন ভাবে দ্যাখে। তবে উপকার যেমন ধরনেরই হোক না কেন কৃতজ্ঞ হওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার, অধিকাংশ মানুষ যেটা করে তাকে তা হল উপকারীকে ভুলে যায় ,বরং উপকারীর নামে আরো উল্টা পাল্টা কথা বলতেও কমে ছাড়ে না , এমন অনেক সন্তানও আছে যারা মা বাবার প্রতি অকৃতজ্ঞ , এমন অনেক বন্ধু আছে যারা বন্ধুর প্রতি অকৃতজ্ঞ ,এমন আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। আসলে কোন মানুষকে যদি বার বার কষ্ট দেওয়া হয় সে কিন্তু একসময় উপকার করা ছেড়ে দিবে। আবার অনেকে বন্ধুর উপকার নিয়ে এমন ও পিছে বলে, ও আস্ত বোকা তাই আমার এই উপকার করল। ধরলাম সে বোকা অথবা সরল সোজা, অথচ আপনি কি করলেন উপকার নিয়ে পিছে তাকে বোকা উপাধি দিলেন সুতারাং আপনি চালাক। এমন অনেক বোকা বন্ধু থাকে বলে অনেকে উপকার লাভ করে উপরে উঠে যায়, কিন্তু উপকারী বোকা হওয়াই তার নিজের অবস্থানে পড়ে থাকে, কারণ মানুষটা হয়ত বোকার ছলে উপকার করতে পছন্দ করে, কিছু কিছু মানুষ আছে যাদের আমরা বোকা হাবলা আনস্মার্ট বলে উপাধি দেই হয়ত সেই মানুষটা আপনার অনেক উপকার করেছে, আপনার চালাক বন্ধুটা আপনার উপকারে না আসলেও বোকা বন্ধু নিজের আগের অপমান ভুলে আপনার উপকারে ছুটে আসে , তার চাওয়া কিন্তু বেশি না জাস্ট একটু কৃতজ্ঞ হওয়া ।