কৃত্রিম এই নগরীতে ঝুঁকিপূর্ণ পারাপার

রায়হান তানজীম
Published : 22 March 2015, 06:44 AM
Updated : 22 March 2015, 06:44 AM

অনেকটা অবাক ই হয়েছিলাম কৃত্রিম এই নগরীতে নৌকা পারাপারই যাদের প্রধান চলাচলের পথ তাদেরকে দেখে , ছবিটি দিয়া-বাড়ি (মিরপুর -১) হতে কাউন্দিয়া যেতে তুরাগের বুকের , শুনেছি অনেক আশার বানী থাকলেও সেতুর মুখ দেখেনি কাউন্দিয়া এর মানুষ, এই পারের লোক প্রভাবশালী হওয়ায় (দিয়া-বাড়ী) তারা পারাপারের খরজ ছাড়াও নিয়মিত যাত্রিকেও কাছ থেকে টোল আদায় করে (হোক সেটা সামান্য) এছাড়া নৌকা ভাড়া তো আছেই। তুরাগের পানি এতটাই দুর্গন্ধযুক্ত যে নাকে কাপড় দিয়ে চলাচল করতে হয় , এবং নিয়মিত বালুর ট্রলার চলাচল করায় ধাক্কা লেগে দুর্ঘটনার সম্ভাবনা ও থেকেই যায় , আমি নিজেও সামান্য এর জন্য রক্ষা পেয়েছিলাম বালুর ট্রলারে ধাক্কা খাবার পরেও , আর পড়ে গেলে যে আপনি সাতার কাটবেন তা তো প্রায় অসম্ভব কারণ পানির যে অবস্থা তাতে গন্ধেয় মারা যাবার উপক্রম।