অপরিকল্পিত নগরায়ণে মিরপুর-১ এর বেহাল দশা

রায়হান তানজীম
Published : 13 April 2015, 12:58 PM
Updated : 13 April 2015, 12:58 PM

ছবি দুইটি মিরপুর-১ এর মাজার রোড সংলগ্ন কাঁচাবাজারের সামনের , অনেকেই হয়ত দেখে থাকবেন যে আজ থেকে প্রায় কয়েক মাস আগে বিভিন্ন কারণে কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছিল অন্য স্থানে কাঁচাবাজার স্থানান্তরিত করার জন্য, কিন্তু প্রশাসনিক কারণ বা অন্য কারণে আবার সেখানে পূর্বের মত বসেছে কাঁচা বাজার, নিয়মিত ফেলা হচ্ছে রাস্তার উপর ময়লা আবর্জনা. ময়লা আবর্জনা ফেলার জন্য কিন্তু আলাদা কোন স্থান নাই , সরাসরি মেইন সড়কের উপর ফেলা হয় , হয়ত অনেক দিন পর পর আবর্জনা নিয়ে যায় কিন্তু তার পরক্ষনেই আবার শুরু হয়ে যায় ময়লা ফেলার প্রতিযোগিতা, ছবিতে লাল চিহ্নিত লোকটাকে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে দেখা যাচ্ছে , যার ফলে বায়ু দূষণ ও পরিবেশ দূষণ দুটিই নিয়মিত হচ্ছে।