এমন পথ ধরে দূরে কোথায় হেঁটে যেতে যে কারো মন চাইবে

রায়হান তানজীম
Published : 13 May 2015, 07:08 PM
Updated : 13 May 2015, 07:08 PM

কে না যেতে চায়
রায়হান তানজীম

কে না যেতে চায়,
দূর অজানায়,
হারিয়ে যেতে
সবুজ টিলায়,
ছোট ছোট ঘর
সবুজের ভিড়ে,
বিষণ্ণতায়।

যেথায় মেঘেরা এসে
খেলা করে,
দল বেধে সব
উড়ে বেড়ায়,
বিকালের রোদ,
সন্ধ্যা হাওয়া,
রাতের আকাশ,
তারায় ভরা,
সেথায় যে ভাই,
কে না যেতে চায়?

আলোকচিত্রী- রায়হান তানজীম