আজ হিলারি বললেন “বাংলাদেশে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নেই” ??!!

রায়ান
Published : 13 Oct 2011, 04:38 PM
Updated : 13 Oct 2011, 04:38 PM

আজ হিলারি বললেন "বাংলাদেশে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নেই" ??!! আজব মন্তব্য বটে।

বাংলাদেশের গণমাধ্যম গুলো যে পরিমাণ স্বাধীনতা উপভোগ করে তা এক কথায় 'স্বেচ্ছাচারিতার' পর্যায়ে পরে। আর এই 'স্বেচ্ছাচারিতা' কে চ্যালেঞ্জ করার মত কেউ নেই। এরা যে কোন খবর ছেপে দিতে পারে, যে কোন ছবি প্রকাশ করতে পারে কোন প্রকার দ্বায়িত্ব বোধ আর জবাবদিহিতা ছাড়াই। বিচারে প্রমানিত হবার আগেই একটা 'অভিযুক্ত' লোককে 'খুনি' , 'চোর', ইত্যাদি বলে ছাপিয়ে দিতে পারে বা টিভিতে দেখিয়ে দিতে পারে – তাদের প্রশ্ন করার কেউ নেই। আমরা আমাদের নাগরিক আধিকার গুলো সম্পর্কে মোটেই সচেতন নই বলে, গণমাধ্যম গুলো প্রায়ই তাদের সীমা আতিক্রম করে কোন বাধা ছাড়াই। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে নিজের পাশাপাশি অন্যের আধিকারকেও সন্মান দেখানো আর রক্ষা করা। গনমাধ্যম গুলো প্রায়শই সেটা ভুলে যায়। তাই হিলারির আভিযোগটা মোটেই সঠিক নয়। বাংলাদেশে গন মাধ্যম গুলো আর সবার স্বাধীনতাকে ছাপিয়ে নিজেরা চরম এবং লাগামহীন স্বাধীনতা উপভোগ করছে!!!!