৪৪ বছরের স্বাধীনতা

রাজিব ফরাজি
Published : 6 June 2015, 05:35 AM
Updated : 6 June 2015, 05:35 AM

স্বাধীনতা শব্দটি কোন ভাবেই আপন হচ্ছে না আমাদের।কিন্ত কারনটা কী? খুঁজতে হবেনা, খুঁজলে হয়তো আমি সরকারি ক্যাডার নয়তো স্বাধীনতা বিরোধী, কিন্ত কেন? আমার মনে হয় এর মুল কারন একটাই ক্ষমতা। যার কাছে হার মানে সকল মানবতা। তাহলে কি ৩০ লক্ষ শহিদের রক্ত ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে? কে দিবে এর জবাব, এখনতো কেউ নেই কারো পাশে? তাহলে কী হবে আমার ৪৪বছরের স্বাধীনতার?