জয় হোক বাংলার মানবতার

রাজিব ফরাজি
Published : 31 July 2015, 01:48 PM
Updated : 31 July 2015, 01:48 PM

পলাশির প্রান্তরে বাংলার, যেই মা্বতার ক্ষয় হয়ে ছিলো সেই ক্ষয় থেকে আজ আমাদের বাঙালিত্বে ক্যান্সার হয়ে গেছে। আমরা ১৯৭১ সালে যে সত্বার উপর স্বাধীনতা অরজন করেছিলাম সেই সত্ত্বা আজ অনেক দূরে চলে গেছে।আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির রোষানলে পুড়ে ছাই হয়ে গেছি। আজ মানবের সাথে মানবতার কোন সম্পর্ক নাই। সমাজ আজ ক্ষমতা লোভীদের কাছে জিম্মি ।এই দায় কার,সাধারন মানুষের,না দেশের রাজনৈ্তিক দলের?এর জবাব কি আমরা খুঁজে পাবোনা? যেই পর্যন্ত সকল মানুষের অধিকার প্রতিষ্ঠয়া না হবে সেই পর্যন্ত মানবতার ক্ষয় হতে থাকবেই।