সার্বিক সংকটে দিনাতিপাত করছি

রাজীব দাস
Published : 11 Jan 2012, 09:55 AM
Updated : 11 Jan 2012, 09:55 AM

ইদানিং পত্র পত্রিকা, মিডিয়া খুললেই যে জিনিসটি সবার আগে চোখ পড়ে তা হল সর্বজায়গায় অব্যবস্থাপনা। একটি পত্রিকার পাতা খুললে যা না আশার আলো দেখা যায় তার চেয়ে হতাশার চিত্রটাই বেশি ধরা পরে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য-অর্থাৎ এমন কোন জায়গা নেই যেখানে অব্যবস্থাপনা নেই। রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম। এটা অবশ্য আমাদের মজ্যাগত হয়ে গেছে। একটু অনিয়ম না করলে আমরা একটি কাজকে পুরোপুরি সফল করতে পারি না। আমাদের ধ্যান ধারনা, মস্তিস্ক সবকিছুই যেন একটা বিকৃত জিনিস উপহার দেয়। দেশে এখন অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, মূল্যবোধে সংকট, চিন্তা চেতনায় সংকট, ব্যবস্থাপনায় সংকট, পরিকল্পনায় সংকট। অর্থাৎ সর্বোপরি সার্বিক সংকটে আমরা দিনাতিপাত করছি। এগুলো অবশ্য আমাদেরই সৃষ্টি। আমরাই এর কারিগর। কোথায় যাচ্ছি আমরা? আমাদের গন্তব্য কোথায়? কবে আমরা মর্যাদাশীল যাতি হিসাবে আত্মপ্রকাশ করব। কবে আমরা উন্নতির শিখরে পৌঁছব? কবে আমাদের নীতি নির্ধারনীদের বোধোদয় হবে? সবার বিবেকের কাছে এই প্রশ্নটি রইল। সবার মঙ্গল কামনা করছি। সবাই আমরা ভাল থাকব। অন্তত ভাল থাকার চেষ্টাটাতো করতে পারি। তাই বা কম কিসে!!!!!!!!!