‘দেহ-বিক্রি’ যখন পেশা

রাজু আহম্মদ খান
Published : 12 Nov 2011, 06:16 AM
Updated : 12 Nov 2011, 06:16 AM

দেহ বিক্রি কোন নতুন কথা নয়, নারীরা দেহ বিক্রি করছে তাদের পেটের তাগিদে , অনিবন্ধিত , অপরিচিত পুরুষ নারীর দেহ খুঁড়ে বের করে নিচ্ছে বিকৃত সুখ আর খুঁজে নিচ্ছে জীবনের অবৈধসব জৈবিক স্বাদ , পরিনাম ভয়াবহ জেনেও ধর্মীয় অনুশাসনের অভাবে , শিক্ষার অভাবে , রাষ্ট্রিয় ও সামাজিক শৃংখলার অভাবে এবং ক্রমাগত অর্থনৈতিক অভাবের তাড়নায় ছিন্নমুল নারী , অসহায় নারী , বেকার নারী , স্বামী পরিত্যক্তা , সমাজে অবহেলিত নারীরা অন্যের বোঝা হয়ে না থেকে পেশা হিসেবে বেছে নিচ্ছে যৌনতাকে , যদিও এখনো অনেকে এটাকে পেশা হিসেবে মেনে নিতে নারাজ । ক্রমাগত অর্থনৈতিক অভাবে ক্ষুধার তাড়নায় কর্মসংস্থানের তাগিদে শহরমূখী মানুষ তাদের পারিবারিক বন্ধন হারিয়ে ফেলছে , ক্রমবর্ধমান জনসংখ্যা , অর্থনৈতিক অস্থিতিশীলতা, গনতন্ত্রের ছন্দপতন, রাজনৈতিক অস্থিরতা শহরকে করে তুলছে আরও বেশী ঘিঞ্জি আরও বেশী কোলাহলময় , অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থার শিল্পায়ন গ্রামকে করছে নির্জন-নিস্প্রান, বনকে করছে উজাড় , বাড়ছে পরিবেশ দূষন , মানুষের জবাবদিহীতা কমে যাচ্ছে , কমেছে পারস্পরিক শ্রদ্ধাবোধ , শিক্ষার হার কমে যাচ্ছে , বাড়ছে শিশু মৃত্যুর হার , বাড়ছে দারিদ্র । ফসলি জমি কমে যাচ্ছে , কৃষক জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে , চাষযোগ্য জমিতে গড়ে উঠছে বসতবাড়ি, বিল-ঝিল ভরাট হয়ে তৈরী হচ্ছে অবকাঠামো, শিল্পে ও কৃষিতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে , উৎপাদন কমে ,কমে যাচ্ছে পন্যের মান , আমদানি নির্ভরতা বাড়ছে ,বেড়ে যাচ্ছে মুদ্রাস্ফিতি ,কমছে প্রবৃদ্ধি ।আর তখনই শুরু হচ্ছে বিক্রি, ভিটে মাটি , ঘটি-বাটি , গয়না-পত্তর, ঘরবাড়ি । অবশেষে নারীর দেহ বিক্রি ।

অন্য দিকে শুধুমাত্র জৈবিক কারনে নয় , টাকার জন্য কেউ করে দিচ্ছে সন্তান বিক্রি , কেউ বা বৌ দিয়ে অন্যের বাড়ি ঝি খাটাচ্ছে , সেখানে তারা অনেক ক্ষেত্রে সম্ভ্রম হারাচ্ছে , অনেক মা তার মেয়ে ভাড়া দিয়ে টু-পাইস কামিয়ে নিচ্ছে , ঘুরে ফিরে সর্বত্র কেমন যেন দেহ বিক্রিরই আলামত পাওয়া যাচ্ছে , আধুনিক ভাষায় আবার অন্য রকম দেহ বিক্রিও আছে , যেমন পন্য বিক্রির জন্য দেহের ভাষা বিক্রি , দেহের উষ্ণতা বিক্রি , দেহের আঁক-বাঁক বিক্রি , পর্ণোছবি , পর্ণো মুভি , প্রায়-পর্ণো বিজ্ঞাপনেও দেহের হাবভাব বিক্রির এখন হিড়িক পড়ে গেছে ।এরই মধ্যে আবার শুরু হয়েছে সূদের টাকা গুনতে কিডনী বিক্রি , রক্ত বিক্রির মত কিডনী বিক্রিও এখন নতুন করে যোগ করেছে 'দেহবিক্রির' নতুন মাত্রা ।