‘গনপরিবহণে অব্যবস্থা’ -আমি কি ভুল দেখলাম ? তাহলে আমার জন্য চোখের ডাক্তার লাগবে !

রাজু আহম্মদ খান
Published : 15 Nov 2011, 02:25 AM
Updated : 15 Nov 2011, 02:25 AM

কেউ কি কানে শোনেনা ? তাহলে এত লোকের কথা কেউ শুনছেনা কেন ? এত অব্যবস্থা কেউ চোখে দেখে না ? সড়ক পরিবহন ব্যবস্থাপনা বিভাগ কি কাজ করেনা ? তাহলে বাসের মধ্যে দাঁড়িয়ে এর এত বদনাম শুনলাম কেন ? রামপুরা হ'তে কাঁটাবন যাচ্ছিলাম , একটা গনপরিবহন বাসে । গেটের কাছে পাঁচটা সেয়ানা মেয়ে আরো আটটা পুরুষের সাথে সাটাসাটি করে ঝুলছিল দেখে খুব দু;খ হচ্ছিল , সাহায্য করতে চেষ্টা করলাম, কিন্তু পারলামনা , দেখলাম , গেটটার কাছে মাথার উপর রড নেই , বাহির হতে প্রচূর ধুলা-বালু আসছিল তবে কয়েকটা জানালার কাঁচ নেই, ড্রাইভারের পাশে লুকিংগ্লাস নেই , লম্বা গাড়ির পিছনে কোন দরজা নেই , কোন কোন বাসের পিছনে দরজা থাকলেও উপরের নির্দেশে তা সব সময়ই থাকে তালাবদ্ধ , অসহ্য গরম, অথচ উপরে কোন ফ্যান নেই , ময়লা সিট-কভার, কস্মিন কালেও তা পরিস্কার করে কিনা সন্দেহ আছে, উপরন্ত ইচ্ছে মত তারিখে তারিখে ভাড়া বাড়াচ্ছে তারা ! , সিটিং ভাড়া নিয়ে আলুর বস্তার মত যাত্রী উঠিয়ে , বিভিন্ন স্টপিজে বাধ্যতামূলক দাঁড় করাচ্ছে, না দাড়ালে নাকি ড্রাইভার জরিমানা খাবে । রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে, গাড়ীর সংখ্যা এত কম যে লম্বা লাইনে যাত্রীদের রোদ্দুরে পুড়িয়ে তামা বানিয়ে একখানি বাস অবশেষে আসলেও তাতে আগে থেকেই এত যাত্রীতে ভরা যে পিন ফেলার জায়গা তো নেই-ই তার উপর নতুন যাত্রীরা হুমরি খেয়ে পড়ছে, যেন মনে হচ্ছে কেয়ামত শুরু হয়ে গেছে । কারো পরীক্ষা , কারো অফিস , কারো রুগী , কারো নাচের ক্লাশ , কারো ইন্টারভিউ, তাই কারো এক ফোটা সময় নেই অপেক্ষা করবার , একার ইনকামে চলেনা তাই শিক্ষিত গৃহবধুরা আজকাল অফিস করেন , উপায়ন্তর কি? পর-পুরুষের বগলের গন্ধ শুঁকতে শুঁকতে অফিসে যাচ্ছেন । কার চাপে কার নিতম্ব প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে কে জানে ? কে কার খবর রাখে ? সারা বছর শুধু নানান গল্প শুনি, এই ১০০ দোতলা বিআরটিসি বাস আসছে , এই এবার ৫০০ স্যালুন গাড়ী সরকার নিজেই নামাচ্ছে , আগামী মাসেই নাকি সব ঠিক হয়ে যাবে ।অবশ্য সেদিন নৌ-মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে 'বিআরটিএ' এর নাকি লোকবল কম, এতবড় গনপরিবহন ব্যবস্থা দেখভাল করবার জন্য যথেষ্ট পরিমান লো্কের অভাব তাই এই সাময়িক সমস্যা । সত্যি হাস্যকর নয় তো ? কেউ বলছে, "দেশটা কি আর মগের মুল্লুক ? শাঁক দিয়ে মাছ না ঢেকে , বড়কর্তাদের উচিত নিজের দোষ স্বীকার করে নিয়ে সবাইকে নিয়ে বসে দ্রুত সমস্যার সমাধান করা।" আর আমি বলছি আমি যদি ভুল দেখে থাকি তাহলে আমার উচিত দ্রুত চোখের ডাক্তার দেখিয়ে নেয়া ।