টিপাইমুখ চুক্তি সম্বন্ধে সরকারের সুস্পষ্ট বক্তব্য আশা করছি

রাজু আহম্মদ খান
Published : 19 Nov 2011, 05:09 PM
Updated : 19 Nov 2011, 05:09 PM

টিপাইমুখ বাঁধের চুক্তি, কিভাবে হলো? কথা ছিল বাংলাদেশের সাথে কথা বলে এই চুক্তি হবে, কিন্তু তা কি হয়েছে? এই যে গড়মিল কথায় আর কাজে, তার দায়ভার কে নিবেন ? আমাদের পররাষ্ট্র দপ্তর কি ভাবে তার ব্যাখ্যা দিবেন ? নাকি ঢেলে সাজাতে হবে তার পররাষ্ট্র নীতি! কিসের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে যে কোন দুই দেশের মধ্যে বিভিন্ন অভিন্ন ইস্যুতে কোনো দ্বিপাক্ষিক বিষয়ে সমঝোতা ছাড়াই একতরফাভাবে চুক্তি হয়, তা এখন শিরোনামে উঠে এসেছে। আমাদেরকে ভাবতে হবে, কিভাবে আমাদের জাতীয় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংসদের তাবদ দল ঐক্যমতের ভিত্তিতে, চুলচেরা বিশ্লেষণে দেশের সর্বোচ্চ সুবিধার অধিকার আদায় সম্ভব। আমি রাজনীতি বুঝিনা, কিংবা জানিনা ভৌগলিক রূপরেখার আলোকে সমুদ্রসীমা, করিডোর, ছিট মহল, পানি প্রবাহের ন্যায্য বন্টন সংক্রান্ত খুটিনাটি তথ্য, তাই দেশের নাগরিক হিসাবে টিপাইমুখ বাঁধের মত এমন স্পর্শকাতর বিষয়ে হঠাৎ চুক্তির গুরু রহস্য সম্বন্ধে সরকারের সুস্পষ্ট বক্তব্য আশা করছি।