সরকার ও বিরোধী দল মতামত দিবেন কি?

রাজু আহম্মদ খান
Published : 24 Nov 2011, 03:00 AM
Updated : 24 Nov 2011, 03:00 AM

সরকারের দায়সারা ও গোঁজামিল কাজ, প্রশাসনে জবাবদিহিতার অভাব এবং অনিশ্চয়তার উন্নয়ন, দুর্নীতির আখড়া, স্বজনপ্রীতির কারনে সৃষ্ট অদক্ষ শ্রমবাজার ব্যবস্থা, কালো টাকার প্রভাব আর প্রতিশ্রুতি বিহীন শধু মাত্র মুনাফা ভিত্তিক ব্যবসা, কারসাজির কারণে শেয়ার বাজার ধ্বস, সার বীজ ও কৃষি যন্ত্রাংশ সহজ লভ্য না হওয়ায় দেশীয় কৃষিজ পন্য উৎপাদন হ্রাস, আমদানী নির্ভরতা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি আর কর্মসংস্থান সৃষ্টির পথে বিঘ্নতার অশুভ পরিণতি, তথ্য-উপাত্তভিত্তিক প্রযুক্তির সম্প্রসারণের ক্ষেত্রে নানাবিধ প্রক্রিয়াগত ও পদ্ধতিগতভাবেই আমলাতান্ত্রিক শম্বুক গতি, সরকারের ব্যয় সংকোচন নীতিমালায় ভাটা , আভ্যন্তরীণ রাজনৈতিক ঠান্ডা যুদ্ধে বিদেশী বিনিয়োগে নিরুৎসাহ করণ অর্থনীতির জন্য যথেষ্ট হুমকি হ্ওয়ায় , মুক্তবাজার অর্থনীতির দৌড়ে পিছিয়ে পড়া শিল্প, জাতীয় বাজেটের আঙ্গিকে খাতওয়ারি খরচে গুরুত্বানুসারে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহনের অদূরদর্শীতার কারনে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে, মধ্যস্বত্ব ভোগীর দৌরাত্ম্য ও ত্রিমুখী চাঁদাবাজীর খপ্পড়ে ক্রমবর্ধমান উৎপাদন খরচে পূনঃপূনঃ কৃষিবিমূখতা, এবং গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ রক্ষায় গৃহিত পদক্ষেপের পর্যালোচনা ও বেতন কাঠামো পূনঃনির্ধারণ না করার কারনে জনসংখ্যা রপ্তানীর বাস্তবভিত্তিক কৌশলগত প্রচেষ্টায় কুটনৈতিক মারপ্যাঁচের জটিলতা নিরসনে চৌকষ পররাষ্ট্র নীতি প্রনয়ণের অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের অর্থনীতি, ভেঙ্গে পড়তে পারে রাজনৈতিক গনতান্ত্রিক অবকাঠামো, সরকার ও সহযোগী দল (বিরোধী দল) মতামত দিবেন কি?