১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস!

রাজু আহম্মদ খান
Published : 26 Nov 2011, 03:11 AM
Updated : 26 Nov 2011, 03:11 AM

১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালিত হবে যা একটি সচেতন প্রস্তাব , আলোর মুখ আমরা দেখবো , সমাজের নানা রকম অসংগতি আর ব্যবধান , আভিধানিক ভাবে হয়তো তার সঠিক ব্যাখ্যা সব সময় দেয়া যাবে না আর অতটুকু ভাষাজ্ঞান অনেকের না থাকলেও ততটুকু অনুধাবণ ঠিকই আছে যতটুকু অন্ততঃ ব্লগাররা পরিলক্ষিত করে তাদের অন্তর চক্ষু দিয়ে যা মানুষের কৃতকর্মের কারণে ও দোষে গুনে সংগঠিত কাজের ফলাফল অথবা শেষ পরিনতির ভয়াবহ চিত্র সমুহ ফুটিয়ে তোলে । ব্লগাররা সে সব অভিজ্ঞতাই ভাগ (শেয়ার) করে কলমের সাথে এবং লিখনের মাধ্যমে তা প্রকাশ করে। তাই এমন দিন পালন হোক, যে দিন ব্লগাররা এক সাথে তাদের সারা বছরের অনুভূতির লেখালেখি গুলো মনে মনে স্মরণ করবে , আর আত্মসমালোচনা করবে ।