ব্লগারদের কণ্ঠরোধের ষড়যন্ত্র!

রাজু আহম্মদ খান
Published : 23 Dec 2011, 08:49 AM
Updated : 23 Dec 2011, 08:49 AM

বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সাধ্য কার । কলম হোক সমালোচনার হাতিয়ার । কলম অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকুক বিবেকের রাজপথে , সত্যিকারেই 'দায়িত্বশীল' লেখা বলে কিছু নেই , তথ্য নির্ভর লেখাই দিবে জনগোষ্ঠী ও সরকারের মধ্যে দায়িত্বের অনুশীলন । কোন অন্যায়ের বিরুদ্ধে কিছু লিখতে গেলে , যদি নিজের পিঠ বাচাঁতে চাই তবে মনের অনেক কথাই অপ্রকাশিত রয়ে যাবে । আর বস্তুনিষ্ঠ , সময়োপযোগী , এবং জনস্বার্থে এমন কিছু লেখা আছে যা লিখলে 'গরম ভাতে বিড়াল বেজার' এর মত অবস্থা হবে , এখন বিবেচ্য যে সরকারকে বাচাঁবো না নিজে বাচঁবো , ধর্মকে রক্ষা করবো না তথাকথিত সংস্কৃতিকে বাচাঁবো , ব্লগকে বাচাঁবো না সেন্সরকে বাচাঁবো ? ব্লগারদের কন্ঠরোধের ষড়যন্ত্র সহ্য করা হবেনা , রাষ্ট্রিয় বিধিনিষেধ দ্বারা ব্লগকে নিয়ন্ত্রন করার অর্থই হবে তাঁকে আঁতুর ঘরেই মেরে ফেলার শামিল । ব্লগের সেন্সর হোক জনগন । কঠোর সমালোচনা করে ভুল বক্তব্য শুধরে দেয়া সম্ভব , কোন আইন দ্বারা নয় , বরং আইনের প্রতি শ্রদ্ধাশীলতা আর সমালোচকদের পাল্টা কলমের আক্রমনই হতে পারে ব্লগ নিয়ন্ত্রনের মাধ্যম ।