সবুজ বিপ্লব!

রাজু আহম্মদ খান
Published : 31 March 2012, 04:10 PM
Updated : 31 March 2012, 04:10 PM

আমার একান্ত ইচ্ছে গন-মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা প্রনয়নকে সহযোগীতা করা , এক্ষেত্রে দারিদ্র্য বিমোচন কল্পে দারিদ্রের উৎস জানতে একটি গবেষণাগার স্থাপন করে হস্তশিল্প ও কৃষিশিল্পের উৎকর্ষ সাধনে হস্ত ও কৃষিজ শিল্পের খুচরা যন্ত্রাংশের সহজপ্রাপ্তি বা কৃষি সরঞ্জাম ও সার-বীজের সহজলভ্যতা অর্জন সেই সঙ্গে সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎপ্রাপ্তি ও তার মুল্য নাগালের মধ্যে রেখে উৎপাদিত পন্যের বাজার মূল্য নিশ্চিত করে পন্য সংরক্ষণের জন্য সুলভে হিমাগার পাবার নিশ্চয়তা প্রদান এবং উৎপাদিত পণ্য শহরে বিপণনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রণয়ন, এবং পরিবহন চাঁদাবাজী ও পুলিশি বখরা বন্ধে প্রশাসনের নজরদারির জোরদারের পাশাপাশি বেকার চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থান বৃদ্ধি সহ পুলিশের বেতন বৃদ্ধিতে সরকারকে উৎসাহিত করা যেতে পারে ।

তাছাড়া পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টিহীনতা দূরীকরণে কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করে বিষয় ভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের উন্নয়নে যুবসমাজের জন্য নানাবিধ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের উদ্যোগী মনোভাবকে কাজে লাগানো সম্ভব।

পরিবারের উপার্জনশীল ব্যক্তির অকাল মৃত্যুতে উদ্ভুত অচলাবস্থা মোকাবিলায় সরকারী প্রকল্পের আওতায় পারিবারিক বিমা প্রণয়ন , শিক্ষার হার বৃদ্ধিকল্পে মাধ্যমিক ও উচ্চশিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, এবং নারী শিক্ষার উন্নয়নে বিশেষ সরকারী অনুদান অব্যাহত রেখে ধর্মীয় শিক্ষার আধুনিকীকরণ কল্পে বিনামূল্যে পুস্তক ও কম্পিউটার সামগ্রী সরবরাহ সহ বিভিন্ন আর্থিক সাহায্যের মধ্যমে মাদ্রাসা শিক্ষাকে ইতিবাচক পৃষ্ঠপোষকতা প্রদান করে ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত করতে নানাবিধ ব্যবস্থা গ্রহণে সরকারী ও বেসরকারিভাবে গৃহিত পদক্ষেপকে উৎসাহিত করতে সরকারের নাগরিক ফোরামে তুলে ধরা যেতে পারে ।