চাকুরির নামে ডিজিটাল প্রতারণায় হাতিয়ে নিচ্ছে কোটি টাকা- বিজ্ঞাপন প্রথম আলোতে!!!

টাচ মাই ড্রিম
Published : 8 Oct 2012, 08:10 PM
Updated : 8 Oct 2012, 08:10 PM

প্রথম আলোর ০৭.১০.২০১২, রবিবার, পৃষ্ঠা নং ১৮ তে একটা চাকুরির বিজ্ঞাপন দেখে চোখ আটকে গেল, ভালভাবে দেখলাম; আপনারা দেখুন!

>>> মাল্টি ন্যাশনাল কো; –নিয়োগ ৭০০ জন!!! একসাথে এতো !!! বাংলাদেশের গিনেস রেকর্ড!!!

>>> পদের নাম —– যোগ্যতা ——– বেতন ————– পার্ট টাইম বেতন -১৭,০০০/= ——- নাহ মিলছে না!!

>>> শর্তগুলো দেখুনতো ; জীবন বৃত্তান্ত ২ কপি, ছবি ১ হলে মনে হয় হবে!!

>> টাকা পে অর্ডার নয়!! সাধারন জমা দিতে হবে Zet T Corporation, A/C: 211.110.5505 > > আপনার কাছে যেন কোন প্রমান না থাকে আ জন্য জমা রশিদ তাদের দিয়ে দিতে হবে!!!

>>>> নিয়োগ স্বল্প সময় (১২) দিনের মধ্যে হবে প্রধান কার্যালয় হতে………… প্রধান কার্যালয়ঃ জি পি ও -৩৩৬৩।
( মাল্টি ন্যাশনাল কো; হেড অফিস) !!!!

জাতীয় ডিজিটাল প্রতারণা

আইন প্রয়োগকারী সংস্থা তথা- পুলিশ, রাব, গোয়েন্দা দের প্রতি সবিনয়ে অনুরধ ; জি পি ও -৩৩৬৩ এবং Zet T Corporation, A/C: 211.110.5505 (ডাচ বাংলা ব্যাংক) এর তথ্য নিয়ে এদের গ্রেফতার করে ; স্বল্প শিক্ষিত, শিক্ষিত, বেকার যুবক যুবতীদের ডিজিটাল প্রতারণা থেকে রক্ষা করুন।