ডাস্টবিনের কন্যা-শিশু: আমাদের পচে যাওয়া নগ্ন বিবেক!

টাচ মাই ড্রিম
Published : 13 Nov 2012, 10:22 AM
Updated : 13 Nov 2012, 10:22 AM

গতকাল সোমবার সন্ধ্যা ৭.২৫ মিনিট; আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে কাজ শেষে ফেরার পথে ফার্মগেট নামতে বলল ও অপেক্ষা করছে। যথারীতি নামলাম এবং ও ছাড়া আরও ৩-৪ জন বন্ধু অপেক্কা করছে। কথা কাজ শেষ করে নাস্তা করার জন্য খাবার দোকানে ঢুকবো তখন দেখি লোকজনের জটলা শুরু হচ্ছে। কাছে গেলাম, দেখি একটা ছেলের কোলে একটা শিশু কাঁদছে।

ঘটনা হলঃ
"একটা মহিলা ব্যাগে (বাজার করার কাপড়ের ব্যাগ) করে এইমাত্র বাচ্চা শিশুটিকে ডাস্টবিনে ময়লার মধ্যে ফেলে দিয়ে গেছে। ছেলেটি ডাস্টবিনের পাশে জুতা স্যান্ডেল বিক্রি করে, শিশুটির কান্নার শব্দ পেয়ে ওরা কয়েকজন এগিয়ে দেখে ব্যাগের মধ্যে শিশুটি কাঁদছে। কয়েক মিনিট একটু জটলা হল, তারপর একটি লোক ও তার স্ত্রী এই বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে গেল।" স্যালুট ওই দম্পতিকে যারা বাচ্চাটিকে নিয়ে গেল………

বাচ্চা শিশু হত্যা করা, ফেলে দেওয়া শুনেছি অনেক; কিন্তু এত কাছ থেকে দেখিনি কখনও। খারাপ লাগছিল…………… একজন মা কিভাবে তার সন্তানকে হত্যা করতে পারে? ফেলে দেওয়া আর হত্যা করা একই কথা। কি দোষ এই অবুঝ শিশুর?

দোষ করেছিস তোরা………… তোদের অবৈধ-নিষিদ্ধ সম্পর্কের ফলাফল এটি।
কোথায় সমাজের বিবেক? কোথায় মানবাধিকার?
আমরা নষ্ট হয়ে গেছি…………… পচে গেছি………… ধিক ওই সব নষ্ট নারী-পুরুষদের ………..ধিক ওই সব নগ্ন আধুনিক মেয়েদের…