মুক্তিযুদ্ধের চেতনা যখন শক্তি

প্রতিক্রিয়া
Published : 8 Nov 2012, 07:49 PM
Updated : 8 Nov 2012, 07:49 PM

১৯৭১ সালের রক্ত মাখা দিনগুলো কখনো দেখি নাই । যা শুনি বা পড়ি সাধারণ মানুষ হিসেবে তাতে সন্তুষ্ট হতে পারিনা কখনো। যদিও আমি পড়ুয়া হতে পারিনি এখনো। চেষ্টা চলছ বৈকি। ব্লগ নিয়ে আমার আগ্রহ কখনো ছিলনা । তবে ফেসবুকে দুই একটা ব্লগের লিংক পাইলে পড়ার চেষ্টা করতাম । ভালই লাগত । নিজেকেও একজন দক্ষ ব্লগার হতে খুব ইচ্ছে করতো মাঝে মাঝেই । কিন্তু হয়ে উঠে নি এতদিন । তবে আজ যখন দেখছি দেশদ্রোহীরা তৎপর । তখন একজন দেশপ্রেমিক হিসেবে নিজেকে সংযত রাখতে পারছিনা। '৭১ এর চেতনাকে ভর করে সাহস করে নেমে পড়লাম কলমের যুদ্ধের । এ মাঠে আমার কোন রণকৌশল জানা নাই। হাতে নাই কোন অন্ত্র। নাই প্রয়োজনীয় তথ্যের সমাহার । নাই কোন যুক্তির খোলা বারুদ। কিন্তু আমর আছে দেশের প্রতি বিশাল ভালবাসা, '৭১ এর চেতনা, ও অদম্য সাহস। আশা করি আমি সকলের সহায়তা পেয়ে এগিয়ে যাব।