চরম নিরাপত্তাহীনতাই আছি, এসবের কি শেষ নেই?

আগে দেশ
Published : 30 May 2012, 04:10 AM
Updated : 30 May 2012, 04:10 AM

অত্যন্ত দুঃখ নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা দিয়ে লিখা শুরু করছি— বি. ডি. আর. এর ঘটনা যার এখনো কোন সঠিক কারণ যানা যাইনি, সাগর রুনি মারা গেল/ হত্যা হল, যা ৪৮ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফ্তার করা হবে আশ্বাসের ফলেও আজো হয়নি (মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে প্রশ্ন কত ঘন্টায় ৪৮ ঘন্টা হয়?) , ইলিয়াস সহ আরো অনেকে সরকারী ও বিরোধীদলের গুম/ খুন হল যার ফলে বিরোধীদলের হরতালসহ অনেক কর্মসূচীতে পাবলিকের ১২টা বাজার অবস্থা হয়েছিল, বিরোধীদলের চীপ হুইপকে পুলিশ পিটিয়েছিল কিছুদিন পর পত্রিকায় খবর এলো ঐ পুলিশের পদোন্নতি হয়েছে। ফটো সাংবাদিক পুলিশ কর্মকর্তা দ্বারা লাঞ্ছিত হল, উক্ত ঘটনায় শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীর এখনো বহাল আছেন- লিংক: বিস্তারিত – (বহাল তো থাকবেনই কারণ তিনি যে পদোন্নতির আশায় একাজ করেছেন!!)। সবশেষে কাল বিডিনিউজের সাংবাদিক সন্ত্রাসী দ্বারা গুরুতর আহত হল, যার তদন্ত আশা করার কোন মানে আছে বলে আমার মনে আস্থা হয়না। আপনার হই?? প্রতিদিন এরকম ঘটনা ঘটবে আর পত্রিকা ঐ খবর ফলাও করে প্রচার করা হবে, কলামিস্টরা কলাম লিখবে আর মন্ত্রী-এমপিরা আশ্বাস দিবেন……। তারপর??? তারপর শেষ।।। এরপর আরেকটি ঘটনা! কাল পত্রিকায় নতুন আরেকটা ঘটনার জন্য অপেক্ষা করুন যদি আপনিও অক্কা না পান!! সব শেষে ১টা প্রশ্ন এসবের কি কোন শেষ নেই? নাকি আমরা স্বাধীন হয়েছি এ জন্যই!!!