রোহিঙ্গারা আমার ভাষায় কথা বলে কেন?

রেযাউল্ক্রিমবাবুল
Published : 21 June 2012, 07:42 AM
Updated : 21 June 2012, 07:42 AM

আমিতো রোহিঙ্গা না ওরা আমার ভাষায় কথা বলে কেন? আমার পিতৃ পুরুষরা কি আরকান রাজ্যের মানুষ ছিল? আমি আরকানি নই আমিতো চাটগাইয়া। আমার বাড়ি বার্মায় না এখানে বাংলাদেশে।

আমার ভাষায়, আমার মতো করে তারা কাঁচুমাচু করে কেন? কেঁদে কেঁদে আশ্রয় খোঁজে কেন? বিপদে পড়লে আমিই তো এমন করে আতুপাতু করে কথা বলি। মনের কোথাও যেন ডুকুরে উঠে। মা'র কোল থেকে আচমকা পড়ে গেলে আমার সন্তানরা কি এভাবে কাঁদে?