ফুটপাথে মটরসাইকেলঃ শহরে নতুন আপদ

রেযাউল্ক্রিমবাবুল
Published : 7 Feb 2012, 08:00 AM
Updated : 7 Feb 2012, 08:00 AM

আপনি হাঁটবেন ফুটপাথে, সেই সুযোগ আর নাই। হাঁটছেন তো আর কোনও কথা নাই। দেখবেন পিছন থেকে মটর সাইকেলের ধাক্কা কখন যে আপনাকে আলতো গুঁতা দিয়ে চলে গেলো। ঠিক বুঝে উঠার আগেই আপনার পরিধেয় কাপড়ে ছিদ্র। কিন্থু গায়ে ঠিক মতো লাগলে তো আর কথা নাই সোজা হাসপাতাল।

শহরের মটর সাইকেল চালকগণের জন্য কোনও ট্রাফিক আইন আছে বলে মনে হয় না। দুঃখের কিংবা আশার কথা হচ্ছে এর চালকগণ এর বেশীরভাগ হয় পুলিশ অফিসার নয়তো সাংবাদিক। কিছু বলবেন তো হাসপাতাল এর আগে শ্রীঘরে যাওয়ার সম্ভাবনা কম নয়।

বড় অ্যাভেন্যু গুলো যখন ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকে তখন ফুটপাথের মানুষ ছাড়াও গাড়ি থেকে নেমে অনেকে ফুটপাথে হাটা শুরু করে। তখনি জ্যাম এড়িয়ে দ্রুত যাবার জন্য লাইন দিয়ে মটর সাইকেলগুলো ফুটপাথে উঠে আসে । এবার আপনি ইচ্ছা করলে আপদ এড়ানোর জন্য ফুটপাথ থেকে নেমে জ্যাম এর মধ্যে দিয়ে নিরাপদে হাঁটবেন। নয়তো পিছন থেকে খাবেন বাইক অলার গুঁতা।