বইমেলা কি কমপিউটারমেলার মতো জৌলুস হারাবে?

রেযাউল্ক্রিমবাবুল
Published : 14 Feb 2012, 07:20 AM
Updated : 14 Feb 2012, 07:20 AM

মহান ভাষা দিবসকে ঘিরে বাংলা একাডেমীর বই মেলা, বাঙালি জাতির মহান আবেগের এক মূর্তিমান পাটাতন। এই অঞ্চলের নিপীড়িত জনগন নিজেদের একটি রাজনৈতিক জাতি হিশাবে আবিষ্কার করেছিল বাহান্নের ভাষা আন্দোলনে।

মেলা, পার্বণ এগুলো বাঙলার আদি সংস্কৃতি-জীবনআচার এর এক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা জাতিতাত্ত্বিক ভাবে বাঙালির ঐতিহ্যগত মহামুল্যবান সম্পদ।

আমাদের চোখের সামনে আমরা দেখেছি কমপিউটার মেলা কিভাবে জাতির জন্য কল্যাণকর কিছু করার আগে হার্ডওয়ার বিক্রেতার মেলায় পরিণত হল এবং কিভাবে এর জৌলুস নির্বাপিত হল।

ভাষা, সংস্কৃতি, সাহিত্যের উৎকর্ষতার বিষয়টি নিয়ে মেলা চলাকালীন সময়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনার বৈঠকি অনুষ্ঠানের নিয়মিত আয়োজন করে মেলাকে আরো অধিক গতিময় এবং গুরুত্তবহ করে তোলার সুযোগটির কথা আমরা এখনো বিবেচনায় নেই না।

আর যদি এই মেলা, বই বিক্রেতাদের একটি বার্ষিক বানিজ্য আসরে পরিণত করতে আমাদের আপত্তি না থাকে, তাহলে হালকা চটুল লেখকদের বালখিল্য ক্রেতাদের উপর আমরা এই জাতির মহান অর্জনকে ছেড়ে দিতে পারি।

এই দুর্ভাগা জাতি ইতিহাসের বাঁকে বাঁকে অনেক কিছু হারিয়েছে। নিজেদের আত্মপরিচয় এর এই অর্জনটুকু কি এভাবে হারিয়ে যাবে?