মাছে ফরমালিন দেয়ার অপরাধে চড় মারা যাবে?

রেযাউল্ক্রিমবাবুল
Published : 27 Feb 2012, 08:47 AM
Updated : 27 Feb 2012, 08:47 AM

বেশ কিছু দিন থেকে টিবি দর্শকরা একটি বিজ্ঞাপনে দেখতেছে; একজন মাছ বিক্রেতাকে চড় মারতেছে একজন ক্রেতা। প্রিজারভেটিভ হিশাবে ফরমালিন দেয়ার অপরাধে এই ধরনের শাস্তি দেয়া কিনা সেটা দেখার জন্য আছে আইন কানুন এবং সেগুলোর প্রয়োগকারী সংস্থা।

কিন্তু আমরা বিনা বাক্য ব্যয়ে এমন দৃশ্য গিলছি প্রতিদিন। সেই চড় খাওয়া মানুষটি যদি মাছ বিক্রেতা না হয়ে অন্য কোনো শ্রেনীর হতো, সে ক্ষেত্রে তার শ্রেনীকুলের লোকজন প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর, মানববন্ধন ইত্যাদি করতো।

আমরা ভাবছি মাছ বিক্রেতা কিংবা জেলে এমন মানুষকে দু একটা চড় মারা তো তেমন অসম্মানের অথবা মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় না। আসলেই কি আমরা এই চড় মারার দৃশ্য দেখতে অভ্যস্ত হয়ে গেছি?