আগুনের ঝুঁকি- সচেতনতার উদ্যোগ নেই

রেযাউল্ক্রিমবাবুল
Published : 3 April 2012, 06:02 AM
Updated : 3 April 2012, 06:02 AM

এদেশে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত আবহাওয়া প্রচণ্ড শুষ্ক এবং উষ্ণ হয়ে থাকে। এ সময় ছোট খাট ঘটনা থেকে বড় আগুনের ঝুঁকি সবচেয়ে বেশী। আগে দেখা যেতো এই সময়ে সরকারী বেসরকারী উদ্যাগে বিভিন্ন অগ্নি সচেতনতার অনুষ্ঠান হত। এখন যে একেবারেই হয়না তা নয়। কিন্তু মিডিয়ার আধিক্য এই বার্তা গুলো মানুষের কাছে ঠিকমতো পৌঁছায় না।

শুধুমাত্র সচেতনতার মাধ্যমে নব্বই শতাংশ অগ্নিকাণ্ড কমানো যায় এবং ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। দেশে এতগুলো প্রাণঘাতি অগ্নিকাণ্ড ঘটল কিন্তু কয় দিন চেঁচামেচির পর আমরা সব ভুলে যাই।