ডিপিই বৃত্তিপ্রাপ্তদের নাম প্রকাশে অনিয়ম হতে পারে

সালাহ উদ্দিন আহমেদ
Published : 21 Feb 2013, 03:05 PM
Updated : 21 Feb 2013, 03:05 PM

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষনায় কোন প্রকার সন্দেহের অবকাশ নেই, কারন ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তাদের নিজ নিজ রেজাল্ট দেখতে সক্ষম হয়েছে। কিন্তু আজ প্রকাশিত ডিপিই বৃত্তির ফলাফল ওয়েবসাইটে দেওয়া হয় নাই, এটা নিয়ে জনমনে সংশয় থাকতেই পারে। প্রত্যেকটি স্কুলের ফলাফল ষ্কুলের প্রধান শিক্ষক বহন করবেন এবং তিনি নিজেই তা প্রচার করবেন, এমনও তো হতে পারে যে, একজন বৃত্তিপ্রাপ্ত ছাত্র অথবা ছাত্রীর নাম পরিবর্তন করে নতুন কোন নাম সংযোজন করে প্রচার করা, কারন গ্রামে ও শহরে অনেক গরিব মেধাবী ছাত্র ছাত্রী আছে যাদের নাম পরিবর্তন হয়ে যেতে পারে কোন প্রভাবশালী ব্যক্তির ছেলে অথবা মেয়ের নামে। কারন প্রভাবশালীরা সুনামের জন্য বড় অংকের টাকা ও ডুনেট করতে পারে।

সেই ক্ষেত্রে গরিব ছা্‌ত্র ছাত্রীদের কিছু করার থাকবে না। বিষয়টা শিক্ষাবোর্ড কর্মকর্তাদের আমলে নেওয়ার জন্য অনুরোধ রহিল‌, যেন কোন শিক্ষার্থী তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।