গ্রীষ্মের ঠিক এমন সময়টাতেই গ্রামের তাল গাছগুলোতে দেখা মেলে বাবুই পাখির

রিফাত কান্তি সেন
Published : 10 May 2016, 11:02 AM
Updated : 10 May 2016, 11:02 AM

বাবুই একটি শৈল্পিক পাখি,নিজেদের মনের মাধুরী মিশিয়ে।হৃদয়ের সমস্থ আবেগ,ভালবাসা দিয়ে নিখুঁত ভাবে নিজের বাসা তৈরি করে এই শৈল্পিক পাখি। ঝড়, বৃষ্টি, রৌদ্র সবই সহ্য করে তাল গাছ,খেজুর গাছ সহ বিভিন্ন গাছের পাতায় নিজের তৈরি কাঁচা বাসায় বসবাস করেন বাবুই পাখিরা। অতচ চড়ুই পাখিরা মানুষের তৈরি বাসায় করছে বসবাস। পরের বাসায় থেকে নিজ আত্ম-অহংকারে ভূগছে তারা। ঠিক তেমনি মানবের মাঝেও এমন রূপ হরমায়েশই দেখা মেলে।