ছবির গল্প!

রিফাত কান্তি সেন
Published : 11 August 2016, 05:20 PM
Updated : 11 August 2016, 05:20 PM


বন্যায় গাছ ডুবে গেছে, কৃষক ঘাসের বোঝা নিয়ে হেটে যাচ্ছে, কৃষানী বধু বানের জলে হেঁটে দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে পানি নিয়ে আসছে,গাছ গুলো বানের পানিতে তলিয়ে গেছে, ঘরগুলো ও জলে ছুঁই -ছুঁই ছবিটি এঁকেছেন কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা ইসলাম।

দু'পাশে দুটো কুড়ে ঘর, কলা গাছ,খেড়ে পাড়া, গাছ—- সূর্যটা ও ডুবে, ডুবে- পাল তুলে নৌকা চলছে-নদী উত্তাল, পাখিরা আকাশে মনের আনন্দে উড়ে চলেছেন, আকাশে সাদা মেঘের খেলা,ঘাসের কচি পাতা উঁকি মারছে।

ছবিটি এঁকেছে খাদিজা আক্তার। কড়ৈতলী উচ্চ বিদ্যালয়।

মনের আনন্দে শিশু দড়ি লাফ খেলছে,ফুল হাতে শিশু আনন্দে উদ্ভেলিত,গাছের চুড়ায় উঠে শিশুর অনাবিল আনন্দে মেতে উঠেছে,গাছে গাছে সবুজের সমারহ।

ছবিটি এঁকেছেন মিতু আক্তার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়।

নদীর পাশে ছোট ছোট ঘর,এঁকে,বেঁকে চলেছে নদী,নদীতে পাল তোলা নৌকো,ঘাসের কচি পাতা ফুলে ফুলে মুখরিত, পূর্বকোনে সূর্য ও উঁকি মেরেছে।

ছবিঃ জেসমিন আক্তার।
কড়ৈতলী উচ্চ বিদ্যালয়।

এরা প্রত্যেকেই সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।