প্রতিটি কাজ সম্মানের, শুধু সৎ পন্থায় করলেই হলো

রিফাত কান্তি সেন
Published : 22 Sept 2016, 05:10 PM
Updated : 22 Sept 2016, 05:10 PM

কেউ যখন বলে তিনি শিক্ষিত মেধাবি, আমি বলি কি আপনি মূর্খ, মেধাশূন্য! শিক্ষা শব্দের অর্থ ব্যাপক! পাঠ্যপুস্তক বিদ্যা শিক্ষার মূলমন্ত্র নয়।কয়েকটা সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হওয়া যায় না। বিশ্বটা শিক্ষার ভাণ্ডার।প্রতিটি মুহূর্তই কিছু না কিছু শিখছি আমরা। আপনি এমএ পাস অথচ সিএনজি চালাতে পারেন না। দেখা গেলো এমন এক নির্জন জায়গায় সিএনজি চালক অসুস্থ হয়ে পড়লো যে ধারেকাছে কেউ নেই। কী করবেন আপনি?

তাই বলছি কি শিক্ষা নিয়ে অহংকারের কিছু নেই। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে নম্র, বিনয়ী হতে শেখায়। সম্মান করুন দেশের প্রতিটি শ্রমজীবী শিক্ষিত মানুষদের।যারা প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক শিক্ষা না অর্জন করে ও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাবহারিক কাজের মাধ্যমে।

রিস্কাওয়ালা, সিএনজি চালক, হোটেল বয়, কৃষক এমন কি ওই ইট ভাঙ্গা শ্রমিক গুলোকেও। প্রতিটি কাজ সম্মানের, যদি সে কাজ সৎ পন্থায় সম্পূর্ন হয়।