জীবিকার টানে ছুটে চলেছে জেলে

রিফাত কান্তি সেন
Published : 14 Oct 2016, 01:06 AM
Updated : 14 Oct 2016, 01:06 AM

বর্ষার শেষ দিকেই পানি কমতে শুরু করে নদী, নালা, খাল, বিল, হাওর-বাওরে। এ সময় হাঁটু পানিতে ছাঁই পেতে মাছ ধরেন মৌসুমী জেলেরা। এ সময় তাই ছাঁই কাধে গ্রামীণ হাওর অঞ্চল গুলো চষে বেড়ান মৌসুমী জেলেরা। ধরেন ছোট, বড় দেশী প্রজাতির নানা মাছ।

ছবিঃ রিফাত কান্তি সেন।