হেরে গিয়ে অঝোরে কাঁদলেন চাঁদপুরের ক্ষুদে ফুটবলাররা

রিফাত কান্তি সেন
Published : 23 Oct 2016, 04:32 AM
Updated : 23 Oct 2016, 04:32 AM

চাঁদপুর স্টেডিয়ামে প্রাঃ বিঃ বঙ্গবন্ধু,বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল গোল্ডকাপে আনন্দের সাথে আবেগের ঘনঘাটা


রেফারীর শেষ বাঁশি বাজার সাথে সাথে যখন বিজয়ী দল কাপাইকাপ সঃ প্রাঃ বিদ্যালয় ্ও শোরসাকযুক্ত স: প্রাঃ খেলোয়ার বৃন্দ আনন্দে উল্লাসিত ,ঠিক তখন মাঠের পরাজিত দল
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু,বঙ্গমাতা প্রা:বি: গোল্ডকাপ ফুটবলে নিজেদের ফাইনাল ম্যাচে হেরে অঝোর কাঁদলেন ৬১ নং মহনপুর সঃ প্রাঃ বিদ্যালয় ্ও ৬৩ নং নাছিরাকান্দি সঃ প্রাঃ বিদ্যালয় ক্ষুদে ফুটবলার সুমন ,জাহিদ / সাবিনা,সুমাইয়া,সুমি, তানিয়া সহ দলের অন্য সদস্যরা।


এ দিন হাড্ডা-হাড্ডির লড়াইয়ের ম্যাচে হাজিগঞ্জে ২৯ নং কাপাইকাপ সঃ প্রাঃ বিদ্যালয়ের কাছে মতলব ৬১ নং মহনপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের ছেলেরা ৫-৩ গোলে হেরে যায় সে কষ্ট সহ্য না করতে পেরে অঝোর কাঁদলেন সুমন,জাহিদরা।


প্রতিদন্ধিতা পূর্ন ম্যাচে তারা হেরে গেল্ েও প্রানÑপণে লড়াই করে গেছেন খেলার শেষ মুহুর্ত পর্যন্ত। এ দিন জাহিদ,সুমন নামের ক্ষুদে ফুটবল ক্রীড়াবিদরা চমৎকার ফুটবল শৈল্পি নিদর্শন করেন মাঠে।আর তাই শিরোপার কাছে গিয়ে ্ও ট্রফি ছুয়ে দেখতে না পেরে মাঠে কান্নায় ফেটে পড়েন ৬১ নং মহনপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।

এদিন নারীদের ফুটবলে ্ও আবেগের জন্ম দেয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের খেলায় হেরে গিয়ে মাঠে ই এক আবেগের জন্ম দেন ৬৩ নং নাছিরাকান্দি সঃ প্রাঃ বিদ্যালয়ের নারী ফুটবলার রিমা,তানিয়ারা। হাউ-মাউ করে কাঁদতে থাকেন উক্ত বিদ্যালয়ের কোমলমতী নারী ফুটবলাররা।
তারা ১৮ নং শোরসাকযুক্ত সঃ প্রাঃ বিদ্যালয় শাহারাস্তির ক্ষুদে নারী ফুটবলারদের কাছে ট্রাইবেকারে ৪-২ গোলে হেরে যায়।

এ সময় পুরো স্টেডিয়ামের গ্যালারীভরা দর্শকদের মধ্যে ্ও আবেগের সৃস্টি হয়। প্রাথমিক বিদ্যালয়ের বড় ফুটবল আসর বঙ্গমাতা ফুটবলে শিরোপার খুব কাছে গিয়ে ্ও চ্যাম্পিয়ান না হতে পারার দুঃখেই আবেগে আপ্লুত হন তারা।

প্রকাশ থাকে যে চ্যাম্পিয়ান টিম বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ্ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কিছুদিন পর চট্টগ্রাম যাবে।