প্রেম নিয়ে প্রেমবাজি!

রিফাত কান্তি সেন
Published : 30 Oct 2016, 05:15 PM
Updated : 30 Oct 2016, 05:15 PM

প্রেম নিয়ে কাটাকাটি,প্রেম নিয়ে হাটাহাটি,প্রেমকে নির্ভর করে শত কথার ফুল ঝরানি। আসলেই প্রেম সেই আগের প্রেমের জায়গায় আছে?

প্রিয় পাঠক,"প্রেম নিয়ে যতই হোক মাতামাতি- সেই প্রেমের জন্যই সমাজে শত হাতাহাতি"।

প্রেম স্বর্গীয়, প্রেম হলো আত্মার মিলন।সচরাচর এ কথাটি আমরা বলে থাকলে ও মানতে নারাজ।

আজকালকার প্রেম একটু অদ্ভুত ধরনের,ডেটিং,চেটিং আর অশ্লীলতায় সমাজে প্রেমের কদর উঠে যাচ্ছে।

প্রেম -প্রীতির পূণ্য বাঁধনে লাইলি,মজনু -শিরি, ফরহাদ বাঁধতে পারলে ও আধুনিক সমাজে প্রেম অর্থহীন।

হ্যাঃ এর উলটোটাও ঘটে, হাতের পাঁচ আঙ্গুল যেমন এক নয় তেমনি সব মানুষ ও এক নয়।

তাই যারা সত্যিকারের প্রেমে আশক্ত তাদের করুন পরিনতি ছাড়া আর কিছুই কপালে জোটে না।

প্রতিদিনই খবরের কাগজে চোখে পড়ে প্রেমের টানে, পরকীয়ায় ঘর ছেড়েছে গৃহবধু,কিংবা প্রেমে প্রত্যাখাত অবশেষে প্রেমিকাকে জোড় করে………

এমন অসংখ্য সামাজিক অসংগতি চোখে পরে প্রতিনিয়ত।সামাজিক অবক্ষয়ের ফলে প্রতিনিয়ত বাড়ছে অনৈতিক কর্মকান্ড।

আমাদের সামাজিক মূল্যবোধে যদি সেই চিঠি-পত্রের আমলের প্রেম,অপেক্ষার প্রহর আর প্রেমের নীতি-নৈতিকতা ফিরিয়ে আনতে না পারি তবে অবক্ষয় বেড়ে ই চলবে।

প্রেম মানেই হোটেল গিয়ে সাক্ষাত নয়!প্রেম মানে আড্ডার নামে অশ্লিলতা নয়,প্রেম মানে খেলনার বস্তু নয়।প্রেম মানে পার্কে গিয়ে ঘেঁষােঘষি নয়।

প্রেম সকলের জীবনে বয়ে আনুন অপার শান্তি।যুগে যুগে প্রেমের সাক্ষী হয়ে ছিলেন রাঁধা-কৃষ্ণ।তেমনি প্রতিটি মানুষের জীবনে আসুক সত্যিকারের প্রেম।

মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রেমকে দূরিভূত করুন।আধুনিকতা প্রেমকে অন্যের হাতে বিলিয়ে দেয়া নয়!সামাজিক যোগাযোগে প্রতিদিনই আমরা অচেনা-অজানা প্রেমে আশক্ত হচ্ছি।

প্রেম মহৎ,প্রেম নিষ্পাপ,প্রেম মধুর এক বস্তুর নাম।
যদি প্রেমের মাহাত্ম্যই না বুঝেন,তবে ইহা পরিহার করাই বাঞ্চনীয়।

প্রেম নিয়ে যুগে হোক আরো মাতামাতি, প্রেমের পরিধি বাড়াতে প্রকৃতিকে ও করতে পারেন আপন কেহ।প্রকৃতি প্রেমে মগ্ন হোন সকলে।আর হ্যা কাল দেখলাম অবাধে গাছ কাঁটা হচ্ছে চাঁদপুর মুন্সিরহাট ওয়াপদাতে।

প্রেমের টানে হলেও গাছকে রক্ষা করুন,জাগতিক প্রেমকে জাগ্রত রাখুন।

ভাল থাকুন,প্রেমকে ভাল করে বুঝতে শিখুন।
এ কামনায় আজকের মত বিদায়।