ভালো মানুষের সাথে সেলফি!

রিফাত কান্তি সেন
Published : 27 Nov 2016, 01:10 AM
Updated : 27 Nov 2016, 01:10 AM

ছোটবেলা যখন কেউ আমাকে জিজ্ঞেস করতো বড় হয়ে কি হতে চাও তখন এক বাক্যে বলে দিতাম ভালো মানুষ হতে চাই। অনেকে বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। আমি বলি কি মানুষকে যদি ভালো না বাসতে পারেন গাট্টিভরে সার্টিফিকেট আর জীবনে সাফল্যে অর্জন করলেই ভালো মানুষ হওয়া যায় না। এই যে বাদাম বিক্রেতাকে দেখছেন, ছিড়া জামা, দিন শেষে অল্পকটা টাকা নিয়ে বাড়ি ফেরা। বাসায় হয়তো বিদ্যুতের আলোও জ্বলে না, দু'বেলা পেট ভরে খেতেও পারে না। তবু সদা হাসিমাখা মুখ। অভাব; তবু যেন বাঁদ ভাঙা খুশি তাহার মনে। এরাই ভালো মানুষ সাদা মনের মানুষ। আমি হাজারটা ডিগ্রী চাই না, আমি শুধু ভালো মানুষ হতে চাই।