আর্ত মানবতায় অবদান রেখে চলেছে চাঁদপুরের প্রভাত সমাজ কল্যাণ সংস্থা

রিফাত কান্তি সেন
Published : 28 Dec 2016, 06:31 PM
Updated : 28 Dec 2016, 06:31 PM

ষড়ঋতুর দেশ আমার প্রিয় বাংলাদেশ। ছয়টি ঋতুর সংমিশ্রণে আমাদের প্রকৃতি নানা রুপে সজ্জিত হয়। শীত আমাদের ঋতু বৈচিত্রের এক অপরুপ নিদর্শন। শীত অনেকের কাছে যেমন প্রিয় তেমনি কারো কাছে অস্বস্তিকর, কষ্টের কারণ হয়েও দাঁড়ায়। আমাদের দেশে একটা মুষ্টিময় শ্রেণী দারিদ্রপীড়িত।এদের বেশীর ভাগেরই শীতের পোশাক কেনার ক্ষমতা থাকে না।

পৃথিবী'র ২০ ভাগ অর্থ যদি মুষ্টিময় ব্যক্তির কাছে না থেকে দরিদ্র লোকের কাছে থাকতো, তবে পৃথিবীর কেউই কষ্টে থাকতো না। উন্নয়নশীল দেশ আমাদের বাংলাদেশ। বাংলাদেশে এখনো অনেক লোক দারিদ্রতার কষাঘাতে ধুঁকে ধুঁকে মরছে। সরকার যদিও দারিদ্র বিমোচনে নানা কর্মসূচি হাতে নিয়েছে কিংবা কার্যপরিচালনা করছে, তবু দারিদ্রতা দূরীভূত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সেবা মূলক সমাজকল্যাণ সংগঠন এগিয়ে আসছে।


আমাদের দেশে শীত কালে দরিদ্র মানুষগুলো নিদারুন কষ্ট সহ্য করে বেঁচে থাকে।এ সময় সরকারে'র পাশাপাশি বেসরকারী বিভিন্ন সংস্থ্যা ও এগিয়ে আসে দরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করার জন্য। সেচ্ছাসেবী এসব প্রতিষ্ঠান অসহায় মানুষদের পাশে নিজেদের সেবার হাত বাড়িয়ে দেয়। তেমনই এক সেবামূলক প্রতিষ্ঠানের খবর পাই সম্প্রতি।

[তাছকিয়া তাহসিন তানহা, শিশুটিকে আদর করছেন]

২০১৪ সালে জানুয়ারি মাস থেকে অসহায় শীতার্ত মানুষকে বস্ত্রদান করে আসা সেচ্ছাসেবী সংগঠন প্রভাত কল্যাণ সংস্থ্যা।

সংস্থ্যাটির প্রধান নির্বাহী শাহাদাত পাটওয়ারী  ব্লগ.বিডিনিউজ২৪.কম এর নাগরিক সাংবাদিককে বলেন, অসহায় মানুষদের পাশে সেবার হাত বাড়িয়ে দিতে তাদের এ সংস্থ্যা দিন-রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছে।তাদের মূল লক্ষ্য অসহায়ে'র পাশে দাড়ানো।শীতে দরিদ্র মানুষ গুলোর খুবই কষ্ট হয়।তার'ই ধারাবাহিকতায় স্বল্প পরিসরে কয়েকশ মানুষকে কম্বল প্রদান করে তাদের কষ্ট কিছুটা লাঘবে সহায়তা করে চলেছে তাদের প্রতিষ্ঠান প্রভাত।


তাদের এ কার্যক্রমটি ঢাকা,চাঁদপুর সরকারী কলেজ ও হাজীগঞ্জ শহরে চালু রয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুরের প্রত্যান্ত অঞ্চলেও সেবার হাত বাড়িয়ে দিতে তিনি দৃঢ় প্রত্যয়ী। প্রভাত সংস্থ্যার রয়েছে প্রভাত আনন্দ স্কুল নামের শিক্ষা প্রতিষ্ঠান।যেখানে খোলা আকাশের নিচে, বস্তিতে অসহায়,দরিদ্র,বঞ্চিত পথ শিশুদের বিনামূল্যে অক্ষর দান করা হয়। প্রভাত স্কুলটি গড়ে তুলতে কাজ করছেন একঝাঁক মেধাবী সেচ্ছাসেবক তরুন-তরুনী।শিক্ষার আলো সমাজে জাগ্রত করতে তাদের অসামান্য অবদান অনস্বীকার্য।


তবে তাদের এ স্কুল প্রতিষ্ঠান, সেবা প্রদানে রয়েছে নানা সমস্যা।অর্থের অভাবে অনেক সময় ভাল কাজ করতে বেগ পেতে হচ্ছে এই সেচ্ছাসেবী সংগঠনটির।

সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধন পায় প্রভাত কল্যাণ সংস্থ্যাটি।তার কোড নং- ঢ-০৯১৩০।
এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে ও নিবন্ধন পায় সংস্থ্যাটি যার কোড নং- যুউঅ/ঢাকা-৯০২/২০১৬।


স্কুল-কলেজ পড়ুয়া এসব শিক্ষার্থী নিজের জমানো টাকা ব্যয় করছে পথশিশুদের জন্য। তাদের প্রত্যাশা প্রশাসনের সহযোগিতা পেলে তারা আরো এগিয়ে যেতে পারে সামনে। হাসি ফোটাতে পারবে পথ শিশুদের মুখে।বিত্তবান শ্রেণীর লোকদেরও এগিয়ে আসা উচিত এসব ছিন্নমূলে বেড়ে উঠা শিশুদের জন্য।