নতুন বছরে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা ক্ষুদে শিক্ষার্থীরা

রিফাত কান্তি সেন
Published : 2 Jan 2017, 02:17 AM
Updated : 2 Jan 2017, 02:17 AM



নতুন বছরে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিশুরা। সারাদেশের মত চাঁদপুরেও অনুষ্ঠিত হলো বই উৎসব। এ দিন কোমলমতী শিশুদের বই হাতে তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও অতিরিক্ত জেলা প্রশাসক  আই,সি,টি আবদুল হাই।


এদিন চাঁদপুর হাসান আলী, মাতৃপীঠ, ছোট হাসান আলী সহ চাঁদপুরের প্রতিটি বিদ্যালয়েই পালন করা হয় বই উৎসবের। বছরের প্রথম দিন বই পেয়ে আনন্দ-উল্লাসে ফেটে পরেন ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন বইয়ের সুগন্ধ নিতে ব্যস্ত কোমলমতী শিশুরা।


বই হাতে উল্লাসে ফেটে পরেন ক্ষুদে শিক্ষার্থীরা।

এবার সারাদেশে ৪ কোটি ৩৩ লাখ ২০১ জন শিক্ষার্থীকে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ কর সরকার।

শুধু সাধারণ শিক্ষার্থী নয় দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল বই এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের তাদের ভাষায় বিনামূল্য বই বিতরণ করা হয়।

বই হাতে উল্লাসে ফেঁটে পরেন ক্ষুদে শিক্ষার্থীরা।

নতুন বছরে প্রথম দিনই হাতে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিশুরা। কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও উল্লাস লক্ষ্য করা যায়।

ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সনজিব মিত্র জানান, নতুন বই পেয়ে তারা খুবই আনন্দিত। আনন্দের ছলে বললেন আজ সব গুলে বই পড়ে ফেলবো। নতুন বইয়ের ঘ্রাণে আমি খুবই মুগ্ধ।

বইগুলো কে প্রদান করেছে এমন প্রশ্ন জিজ্ঞেস করতেই হাসি মুখে নিয়ে বললো শেখ হাসিনা। ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে জাতির শ্রেষ্ঠ সন্তানের ছবি দেখে বলে উঠলেন উনি আমাদের শেখ মুজিব।

উক্ত স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র বলেন, নতুন বই শিশুদের হাতে পৌছে দিতে পেরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এদিকে সদ্য সপ্তম শ্রেণীর ছাত্রী ফাতেমা জানান, খুবই আনন্দিত সে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উল্লাসিত তারা।

বই হাতে মেয়ে শিশু রিয়া খুশি নতুন বই পেয়ে

এছাড়া অভিভাবকরাও সন্তুষ্ট। এক দরিদ্র অভিবাবক বলেন, 'শেখের বেটি অনেক ভালা, মার লাইগা মাইয়া আমার উপবৃত্তি পায়, আবার বিনা পয়সায় বইও পায়। তারে অনেক শিক্ষিত করবার পারুম। আল্লায় শেখের বেটিরে যুগের পর যুগ বাঁচাইয়া রাহুক। আর পারলে গ্রেরামের শিশুগরে আরো সুযোগ-সুবিধা সৃষ্টি করি দিক।'