ভুল দিয়েই শুরু, এ দায় কার?

রিফাত কান্তি সেন
Published : 7 Jan 2017, 08:39 PM
Updated : 7 Jan 2017, 08:39 PM

প্রাথমিকের বই গুলোতে বিভিন্ন রকম ভুল ধরা পড়েছে। এই ভুল শিশুর মেধা বিকাশে বাধার সৃষ্টি করেছে। এমন কি একটি কবিতা ও বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে। আদর্শ ছেলে কবিতাটিতে অনেকগুলো ভুল লক্ষ্য করা গেছে। প্রাথমিকের এ ক্ষুদে শিক্ষার্থীকে কবিতাটির কথা বলতেই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

তাকে প্রশ্ন করেছিলাম এবার বইয়ে দেখোতো এমন করে লেখা কি না।সে চেয়ে বলে না তো। বইতে লেখা, আমাদের দেশে কবে সেই ছেলে হবে! এ ছাড়া কবিতাটির আরো কয়েকটি লাইনে বিকৃতি ঘটানো হয়েছে।