চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭

রিফাত কান্তি সেন
Published : 17 Jan 2017, 06:25 PM
Updated : 17 Jan 2017, 06:25 PM

ক'দিন আগেই চাঁদপুর উন্নয়ন মেলা শেষ হয়েছে।আর এখন ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু।চাঁদপুর জেলা প্রশাসন চাঁদপুর স্টেডিয়ামে মেলার আয়োজন করেন।
আমরা গড়বো ডিজিটাল চাঁদপুর,এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু।


চাঁদপুর একটি ডিজিটাল ব্রান্ডিং শহর।এ শহরের প্রতিটি কাজই এখন ডিজিটাল পদ্ধতিতে হয়ে থাকে।

১৭ জানুয়ারী ২০১৭ থেকে শুরু হয়ে মেলা চলবে ১৯ জানুয়ারী ২০১৭ পর্যন্ত।মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে তরুণ প্রজন্মের বিভিন্ন উদ্ভাবনী সরঞ্জাম,ডিজিটাল সেবা,ওয়াই-ফাই,এমন কি দর্শনার্থীদের জন্য রয়েছে সেলফি তোলার বিশেষ সুযোগ।রয়েছে সেলফি জোন। মেলায় আরো আকর্ষণ হলো স্বপ্ন ব্যাংক।আপনি কেমন চাঁদপুর দেখতে চান সে নিয়ে থাকবে আপনার দেখা স্বপ্ন ব্যাংক নামক একটি ইভেন্ট।যা কিনা গুরুত্বের সাথে বিবেচনা করবে জেলা প্রশাসন চাঁদপুর।


মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী আব্দুস সবুর মন্ডল।(জেলা প্রশাসক চাঁদপুর)।


বিশেষ অতিথীঃ- শামসুন্নাহার(এসপি চাঁদপুর)।
নাছির উদ্দিন ভূঁইয়া(পৌর মেয়র)।
আবু নাঈম দুলাল পাটওয়ারী(সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগ চাঁদপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল অফিসার আবদুল হাই(এডিসি—শিক্ষা,রাজস্ব ও আইসিটি)


মেলায় একদল শিক্ষার্থী বাতাসে চলার যান আবিস্কারের ছবি প্রদর্শন করেন।এ যানবাহন বাতাসের গতিবেগের মধ্যদিয়ে চলবে এমন প্রযুক্তির কথা জানান তারা।


উদ্ভাবনী মেলার আরেক আকর্ষণ ফ্রি ডিজিটাল কন্টেন্ট।"ডিজিটাল কন্টেন্ট পাঠদানে,পড়ে শিশু খুশি মনে"
মেলায় ১ম থেকে ৫ম শ্রেণির শিশুদের আনন্দময় পাঠদানের জন্য বিনামূল্যে এটি প্রদান করা হবে।এই কন্টেন্ট নিতে সঙ্গে আনতে হবে পেন ড্রাইভ।